কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ২৩ মে, ২০১৬

মধুছন্দা মিত্র ঘোষ

আলেখ্য

যে সব গল্পে প্রতিশ্রুতি থাকে
গান থাকে, সুর থাকে, দহন থাকে,
যাকে মায়া জেনেও ভেবে নিই
          সত্য সারাৎসার

অপেক্ষার বৃত্তে ঠায়ে বসে থাকি
বৃত্তের পরিধি বেড়ে চলে


বৃত্ত

আগুনে সেঁকে নিই লালিত ইচ্ছেসকল
খুঁজি লুকোনো প্রবণতা
লুকোনো ভুলচুক
নিজস্ব দোষারোপ সামলে
খসড়া লিখে রাখি
প্রাপ্তি কিংবা শূন্যতা ভুলে
জীবনভর খসড়া লিখে রাখি


চয়ন

উড়িয়ে দিলাম অতীত আমার
কিছু স্মৃতি, কিছু প্রেম
কিছু সমুদ্র তোলপাড়

মুদ্রিত রইল সই সাবুদ
এভাবেই পুনরাগমনায়চ...







0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন