কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

পলাশ দে

চশমা যা দেখতে পাচ্ছে না

বলার কিছু না থাকলে ব্যাং ডাকে

স্বরবর্ণ মিস্ত্রি এসে ঠোঙা বানিয়ে যায়

বৃষ্টি আর রোদের কী বা তফাত বলো
হস্তমৈথুনের মুহূর্তে প্রতিটা ছাতাই তুমি ধরো

তুমিই করো শুক্র এবং সন্দেহপ্রুফ

আমি শুধু ডাকি ডাক ডাকো

দম

ঘড়ির পেটের দাগে খেলছে জনবহুল ঠাট্টা
শ্বাসরোধ করে দিচ্ছে কাটা পিরামিড

কাঁটা কি চিবিয়ে খাও তুমি? চুষে!

সমুদ্র ভর্তি এক শিরদাঁড়া থেকে
বিষণ্ন গলে গলে পলাশ হয়ে যাচ্ছ

প্রসব যন্ত্রণা, ঘড়ির,
দেওয়ালহাতের পাগলামী

নিষিদ্ধ হওয়ার আগে দম দিয়ে নাও

ইকো

ফিরে আসার আগে গানের কোনো
উচ্চারণ থাকে না

যতই ইকো হওয়ার ইচ্ছে হোক তোমার
আমার, এক শ্রবণ থেকে অন্য ছুটি

ছুটছি। পাচার করছি
শ্রোতা ঢালছি সীমান্তে

তুমি, এমন একটা শব্দ
সারাজীবন ধরে ইকো হয়েও, একা




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন