কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

ইন্দ্রনীল চক্রবর্তী

নেমেসিসের কাজ করে

কী আশ্চর্য এই বিকেলগুলি
অতঃপর কালও একটি আশ্চর্যতম বিকেল ছিল। 
কোথাও জেগে উঠেছিল
চোখের দিকে তাকিয়ে থাকা
         শব্দ যদি তাকিয়ে থাকে
         তবে সেই শব্দ কবিতা হতো
         কিন্তু তবুও কী যেন-
শব্দ, কবিতা, চোখ খোলা, বন্ধ করা
এত কিছু সত্যি
এত কিছু মেঘ
      সামান্যতম কাঁপুনি সংঘাতে নেই
তবু যেই চলে যাওয়া
এক ভূমিকম্প সদৃশ পৃথিবীর মতো
অনুভূতিকে রক্তস্রোতে নিয়ে যাও।
          এগুলিকে সেইসব বিজ্ঞান দিয়ে
পরিব্রাজক করে দাও।
          বিভিন্ন সময়ে বিভিন্ন মুহূর্তে
জেগে ওঠা ছাড়া
প্রেম এখানে নেমেসিসের কাজ করে।


পাপ নামায়

তোমার রাস্তায়, আমার রাস্তায়
       মধ্যিখান
   চারাগাছ আগুন লাগায়।
ঘরে ফিরলে   অসুস্থ মুখ
     প্রত্যাখান
আছিলায়  পাপ নামায়।


যেতে হবে বৈকি

একটু বাসস্থান থেকে
একটু বাসস্থানে যাই,
আলগা করে নিয়ে নিই ডাব চিনি জল।
তৃপ্তির শান্তিকে তুলে
এখানে শিল্প ছিল এতদিন।
     ঝরনার পাশ দিয়ে সহজবোধ্য হতে চাই।
দূরে কোনও কোণ ছিল,
ছিল অন্য আলো, ভাবলেশহীন উৎস
সেখানে যাই, 
         যেতে হবে বৈকি!
একটু বাসস্থান থেকে
একটু বাসস্থানে যাই।


ওই মেয়েটি

সবাই জানে,
      ওই মেয়েটির কাছে সন্ধ্যাতারা আছে।
ওই মেয়েটি, হ্যাঁ ওই মেয়েটির কাছে
                  তারারা সব থাকে।
আর ওই মেয়েটি
     সে তো তারাদের কাছেই থাকে।







0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন