কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

বিতস্তা ঘোষাল

বৃষ্টি আসছে...

গাঢ় সহানুভূতির পসরা সাজিয়ে
নেমে এসেছে মেঘ
অর্জিত প্রজ্ঞা দু’হাতে বিলোতে।

মেঘের উত্থান আমি দেখেছি,
ভস্মনীল সে গা ক্রমে পুঞ্জীভূত,
রঙ বদলে এখন ধূসর-
বৃষ্টি আসছে...

ভারাক্রান্ত মন সত্ত্বার গভীরে
লুকোনো কামনার আর্তনাদে,
গুমরে গুমরে ডাকছে সে

পৃথিবীর সাথে সখ্যতা তার
প্রকৃতির বুকে স্তম্ভিত আমি।

বৃষ্টি নামছে...


সম্পর্ক বিষয়ক

()

এই মুহূর্তে কারোর কথাই ভাবছি না
নিজের কথাও নয়,
চুপ করে পাতা খসার শব্দ শুনছি
উড়ালপুলের উপর স্তব্ধ গাড়ি, নগরনটীদের হাতছানি।
দূর থেকে ভেসে আসে আল্লাহ-আকবর
ঘন্টার ধ্বনি, আলোকমালা...
দেখছি না কিছুই-
শুধু ভাবছি,
এবার বৃষ্টি এলে ভালো হয়


()

আমাদের মাঝখানে কোনো দেওয়াল নেই
নেই কোনো ব্যবধান
হাতে হাত রেখে কথা বলি
চুপ থাকি তারও বেশি
এক সাথে জীবনের কথা ভাবি
পাহাড় না সমুদ্র?
নিয়ম করে বেড়াতেও যাই।
ইথার তরঙ্গ ভেদ করে ছুঁড়ে দিই চুমু...
নিঃশব্দে কখন ভাবা থেমে গেছে
টের পাইনি কেউ,
হাতে হাত, চোখে চোখ...
শিহর জাগে না আর

এতদিনে বুঝেছি হাত ধরাটা সহজ নয়


()

জলমগ্ন শহরে প্রেম খুঁজি
প্রেম তখন বহু দূরে
বাঁচার আশায় খড়কুটোকে আঁকড়ে ধরি
ভেসেই চলি ভেসেই চলি...
ডুবব বলেই ভাসছি
এক জন্মের শোক-গাথা নয়,
জন্মান্তরের প্রেম।
ডুবছি আমি... ভাসছি আমি।





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন