কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

প্রণব বসুরায়

পোড়া দাগ

তদন্তে প্রমাণ হয়নি
আবহাওয়ার হাত ছিল সেই প্রদাহে,
বরং এই ইঙ্গিত মিলেছে যে সে চাইছিল
এক দহ হোক গভীর জলের, যেখানে
জুড়োবে শরীর
জলের ঠান্ডা হাত ঘষে ঘষে মুছে দেবে
এযাবৎ লেগে যাওয়া সমস্ত কালিমা

তবুও তো জ্বলেছিল আগুন আগুন
এত দাহ্য জমলো কীভাবে--
তার কোনো আভাষ মেলেনি
শুধু পোড়া দাগ
আজীবন সঙ্গী হ’য়ে যায়

কোন্‌ ঘোমটায় সে মুখ লুকোও?



বিষাদ
             
যা সত্য বলে জানি, কেন তা গোপনে থাকবে
সে অতি বিপজ্জনক ঝুঁকি...
শুয়ে থাকা বিষাদ নদের পাশে
অন্তর্জলী যাত্রায় - আত্মীয় বন্ধু আসে কদাচিৎ
ফিরতি গাড়ি কখনো আসে না

এইভাবে কতকাল আর...
চিতাকাঠ হয়নি সাজানো?


যাপন চিত্র

চিত্র লুপ্ত, যাপন যেহেতু নেই আব্রু 
রাগ রাগিনীর থেমে গেছে ঝংকার,
আকাশে তখন মেঘে ঢাকা ক্ষয়া চাঁদ
ম্লান হতে থাকে, নেই কোনো ফরিয়াদ

তোমার ডেরায় গুলমোহরের গুচ্ছ
নব মহাজন, রয়েছে ময়ূর পুচ্ছ...

তুমি কি ভেবেছ পদছাপ দেখে যাব?
কক্ষণও নয়, পথ আছে অভিনব
যে পথের শেষে আগুন গুহার দোর
সে দিকেই যাব, সেখানেই হবে ভোর





1 কমেন্টস্:

  1. শেষ কবিতার প্রখম লাইনের শেষ শব্দে ভুল আছে -- হবে "আর""...লক্ষ্য করার জন্য ধন্যবাদ। @ Ratul Mitra

    উত্তরমুছুন