কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ৩০ জুলাই, ২০১৪

০৪) অনুপম মুখোপাধ্যায়



অনুপম মুখোপাধ্যায়


বিছানা, রিভিজিটেড : একটি পুনরাধুনিক লেখা


বিছানার ধার ঝুলে থাকছে
হাত
নিরাপত্তা। আঙুল থেকে
ফোঁটা
ফোঁটা
ঘুউউউম ঝরে পড়ছে
সাদা। শুভ্র নয়। পাপ নয়সান্ত নয়ঠকে যাওয়া
দেহের ছবি নয়কেউ এখানে মুচড়ে দিচ্ছে
লিঙ্গের চয়েসক্লান্তি। আর
লোম
ঘুমে সেক্স উঠছে। গোরিলা
উঠছে। হরিণকে
জেগে থাকার শাস্তি দেওয়া হচ্ছেস্বপ্ন
দেওয়া হচ্ছে
ঘুম আর সেক্স তফাৎ
হতে চাইছে
লোকটা বদলে যাচ্ছেযতবার
পাশ ফিরছে লিঙ্গ ফিরে যাচ্ছে
একেকবার
এমনকি
হাতটা খালি হয়ে
ঝু
লে
থাকছে না



6 কমেন্টস্:

  1. লেখা ভাল হয়েছে , অনুপমের মতনই লেখা লিখেছো।

    উত্তরমুছুন
  2. লেখায় একটা অদ্ভুত আত্ম বিশ্বাস উপলব্ধ হচ্ছে যেটা খুবই হিংসনীয় অন্তত আমার কাছে ......

    উত্তরমুছুন
  3. সাদা। শুভ্র নয়। পাপ নয়। সান্ত নয়। ঠকে যাওয়া
    দেহের ছবি নয়। কবি নেগেটিভ-পজিটিভ বিস্তার থেকে পজিটিভ থটে গিয়ে থেমেছেন । এইটি আমাকে খুব ভালো লেগেছে। যেমন সাদা... কিন্তু শুভ্র নয়। ...এবং শেষে লিখছেন ...হাতটা খালি হয়ে
    ঝু
    লে
    থাকছে না... আর লেখকের নিজস্ব আঙ্গিক আমার খুব পছন্দ।

    উত্তরমুছুন