কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ৩০ জুলাই, ২০১৪

১২) অরূপরতন ঘোষ



অরূপরতন ঘোষ  

পুব দেশ থেকে .৫১. বৃষ্টির দিন

ঘুরে দাঁড়িয়েছে হৃত অক্ষরসহ
জানালার পাশেই যে কৃষ্ণচূড়া
বিন্দু বিন্দু কোলাপসিবল গেট
অল্প বারান্দা--
তাপস অভ্যাস ঘিরে ধরেছে রোজ
        
অরক্ষিত শ্রীমান
ধোপার আকারে নেমে এলো
দু’একটা রেডিও সংগীত
   
স্নানের সূক্ষতায়
প্রাত্যহিক শিকল খুলল অরুন্ধতী
আকাশে ঘটঘটা, তখনো বৃষ্টির দাপট
তার মুখে চোখে


পুব দেশ থেকে .৭. সৈকতাবাস

বাণীভবনের আশ্রয়ে আছি
ত্রস্ত আছি, কেননা
২টি ঝুঁকি রয়েছে এখানে
   
সৈকতাবাসে কদাচিৎ বিক্রেতারা আসে
মানুষের বিশ্রামও একইরকম
   
একটা ছোট মিটিং-এর আয়োজন চলছে এখন
মাইক লাগানো চলছে -- সমুদ্রতীর
মাথায় তৃতীয় রাত্তির
   
সন্ধ্যা ও অতিরিক্ত বালি ঢুকে যাচ্ছে আখরোটে



1 কমেন্টস্:

  1. বৃষ্টির ঘনঘটা, জলে-ভেজা দিন, আর স্নানশেষে অরুন্ধতীর মুখকে এক বিন্দুতে এনে মিলিয়ে দেওয়ার এই দক্ষতা আমাকে ঈর্ষাতুর করে তোলে। আবার এইরূপ লাইন, "সন্ধ্যা ও অতিরিক্ত বালি ঢুকে যাচ্ছে আখরোটে", এর সামনে টুপি খুলে নিচু হয়ে বসি।

    উত্তরমুছুন