কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ৩০ জুলাই, ২০১৪

০৫) বিতস্তা ঘোষাল



বিতস্তা ঘোষাল

গুচ্ছ কবিতা

গল্পে গল্পে রাত পার করে
হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি তারাদের দেশ।
ফিরে এসেছি পূর্ণ চাঁদের
বাঁধানো কক্ষপথে,
বুঝেছি ছায়াপথ জুড়ে যে নদী
তার নিয়ন্ত্রণ আমারই হাতে
ঢেউ শুধু ঢেউ...

স্বর্গ খুঁজি না,
ভালোবাসা খুঁজি  
সেও বুঝি স্বর্গের দেবী।

ঝোড়ো হাওয়া সহসা ছুঁয়ে যায়
               মন মহল
গোপনতা ছড়িয়ে পরে
             অনাবৃত বাহুর মতো
চাওয়া-পাওয়া উঁকি মারে

অনেক হলো, ক্ষোভ নেই না পাওয়ায়
এখন জোনাকীর আলোয় হাঁটা যাক।

তবে তাই হোক...
এখন নীরব থাকি
এ জীবন এক সাদা পাতা
স্বপ্নের হাত ধরে নেমে আসুক ঝরনা
নদী হই অথবা সৃষ্টির প্রথম মানবী
ফুলে ফলে জন্ম নিক নতুন কবিতা।

কখনো নির্জনে নগ্ন হতে হয়
অভিনয় ক্লান্ত মন
দিন থেকে রাত,
আবারও দিন...
চিনি না নিজেকে...

হিজিবিজি ভাবনার ভিড়ে
             তাই নগ্ন হব
তোমার চোখে চোখ রেখে।

মায়া সভ্যতা থেকে উঠে এসে সামনে দাঁড়ালে
তোমার চোখের তারায় জ্বলে উঠল আলো
সে আলোয় ধুয়ে গেল সব অন্ধকার
সমুদ্র উত্তাল, পাতায় পাতায় শিহরণ
লক্ষ বছরের শীত ঘুম ভাঙল

ঝলসে যাওয়ার আগে এসো 
একবার ভালোবাসার কথা বলি...।  



1 কমেন্টস্: