কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ৩০ জুলাই, ২০১৪

১৯) মধুছন্দা মিত্র ঘোষ



মধুছন্দা মিত্র ঘোষ


মৎস্যকন্যা
                                                  
মৎস্যকন্যা হব, সেই অছিলায়
          কিছু আনন্দ-সাম্পান
              ভিনদেশী রূপকথা--


নানান বায়নাক্কা
সুখি সুখি সারল্যে আঁকা
          প্রতীকী পুচ্ছ
              নীল নীল জল


যতদূর চোখ যায়
          তোমারই হাসিমুখ...

      


দোসর

এক একটা হাওয়ার দমক
লোনাজল  হাওয়া
       খেয়াল করি না এই সাতকাহন


একজন কুচকাওয়াজে বেজে উঠবে
               নাকি মাঝে মধ্যে
 মুগ্ধতায় ভেসে যাবে
             নাকি দোসরে


 মশগুল এতটাই...


                                   
বৃষ্টি বৃষ্টি গল্পগাছি

                                                       অসামান্য শ্রাবণ আজ


শরীর বেয়ে নেমে আসছে
             বৃষ্টি ধারাপাত
                 সোঁদা গন্ধ আমেজ


ঘরের চার দেওয়াল
           অগুনতি বৃষ্টি মাখামাখি


রিমঝিম আড়ম্বরে
কখন যেন শিল্প হয়ে উঠল
               ভেজা ইশারা
               মৃদু প্রতিশ্রুতি
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন