কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ৩০ জুলাই, ২০১৪

০৮) সুবীর সরকার



সুবীর সরকার

বয়াতি ও বাঁশিয়াল
বয়াতি ও বাঁশিয়াল।
কিছু তো করার নেই
দু’কলি ভাওয়াইয়া
কচুপাতে জমে থাকা
            জল
অসামান্য সানাই বাজলে
ভুল শহরে বারবার
গামছা ও বাতাসে শীতল
               শরীর
অপমানিত হও আর মাছ
               মারো
চিত্রনাট্য হাতে প্রযোজক
৩০০ প্রজাতির পাখি
বাস্তু ছেড়ে চলে যাচ্ছে
              সাপ
ধারে কাছে ধানের গোলা
শীত তাড়াবে তুষের আগুন
যেমন হাতি ও মাহুত
যেমন স্মৃতিজংশন


ম্যাজিক
এমনই বাড়ি।
বাবুইয়ের বাসার মতো নড়বড়ে
কুঁজো হয়ে ঢুকতে
          হয়
গর্তে ভরা রাস্তায় ম্যাজিক
                ভ্যান
মরা মাছের চোখ।
গুছিয়ে ভাত খেতে ইচ্ছে
              হয়
কোলাহলমুখর পৃথিবী
ডানার কাঁপন
রক্তে শর্করা  
রক্তে হিমোগ্লোবিন
          কম
নিছকই গল্পগাছা
গান ও নাচ ঢুকিয়ে দাও
আলো বাতাসের গন্ধ
রক্তের স্বাদ পাওয়া বাঘ
অবসর ভেঙে ফিরে
            আসে


হে জোকারবৃন্দ

ভরা বর্ষায় এসেছো
!
করতল জুড়ে নদী আর নদী
জ্যাক নাইন তুলে নেয় চকচকে 
                   পিস্তল
ব্যানার্জীবাগানের ভিড়ে চুপচাপ 
                  পাগলবাড়ি
ব্যানার্জী কীভাবে পাগল হয়ে ওঠে
আমাদের জানা নেই!
গলায় ঢোল ঝুলিয়ে 
চুরি করে আনা বইগুলি
মদ বুঝি ব্যানার্জীপাগলের সেরা পানীয়
ঘনা নামে এক বেড়াল পুষেছি
ঘনার গলায়
       ঘন্টা
জেনে নিচ্ছি মেঘের ডাকনাম
জেনে নিচ্ছি চা-বাগান
অথচ সমর্থন লুকিয়ে থাকে
মাঠে মাঠে ফুটবল টিম
তোমার লেখকজীবন শেষ করে দেবো’
বড় হাসি পায়।
অপমান ভুলে গিয়ে ক্রমে
               অট্টহাসি




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন