কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ৩০ জুলাই, ২০১৪

১৪) নীলাব্জ চক্রবর্তী



নীলাব্জ চক্রবর্তী



পিয়ানো

পিয়ানোর ছায়ায় ডুবে
একটা ইভনিং         গাউন হচ্ছে ইদানীং
আর ওই রুটে
ক্রিয়াপদ ফেলে যাচ্ছেন কেউ

বি
তি
তারপর
আয়নার অর্ধেক জুড়ে
কথা বলতে বলতে বালিশ ফুরিয়ে যাচ্ছে
লো অ্যাঙ্গেল থেকে দুপুরের বোতাম...


ভাষাজ

তোমার বানানে তুমি নেই
এইরকম সরল একটা বাক্য লেখার পর
আমি
কিছুটা রবিবার ঝুঁকে আসতে দেখি
গাছেদের আদরে নেমে আসা
বরফের স্বর নিয়ে
সেখানে         ঘুমিয়ে পড়েছে অন্য কেউ
আর
রোদের অনেকটা
টুকরো হয়ে যাচ্ছে
উল্টে যাওয়া
বাক্সের প্রতিটি ভেতরে
এক একটা সাদাকালো পাথরের দিন...


সেতুর ওপর

সেতুর ওপর
এইসব লিপ্তপদ        ফেলে যাওয়া
এক্সট্রা ম্যারিটাল কবিতার লাইন বাই লাইন

ফুটে উঠছে

কিলোমিটারের ধবধবে নিঃশ্বাস জুড়ে
ট্রায়াল রুম থেকে      উড়িয়ে দেওয়া
পাখিরঙ ও কুচকাওয়াজের স্বরলিপি

1 কমেন্টস্: