কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বুধবার, ৩০ জুলাই, ২০১৪

২৪) শৌভিক বণিক



শৌভিক বণিক


স্বপ্নহীন

জালালায় চাঁদ উঁকি দিলে
এস এম এস কথোপকথন
রাত জাগলে স্বপ্ন পায় না
অবশিষ্ট ভালোবাসা পায়

তোমার আঙুল ছুঁয়ে নিষিদ্ধ হয় রাত
বহুদূর থেকে একটু একটু সরে যায়
                      আড়াল

বল
কতটা দূরে গেলে ফিরে
              আসা
                 যায়



অভ্যাস

উপেক্ষায় হাত পাকাচ্ছে অভ্যাস
অক্ষিপল্লব থেকে ঝড়ে পড়ছে নুন
                    অনবরত
বুকের মধ্যে জন্ম দিচ্ছি ঢেউ
শুধু
সমুদ্র হতে পারিনি  


প্রলাপ 

অনন্ত কুয়াশার ভেতর তুলে রাখি পাপ
আমি এক বিষাদগ্রস্ত বিপন্ন পাগল 

রাত্রির স্তন-সিক্ত অপার বিষাদ
নিয়তির সুপারিশে বাড়ালো সে হাত

অন্তিম অতিক্রম প্রলাপ-অঙ্কন 
নবজন্ম খুঁজে ফেরে, বাকিটা জীবন 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন