প্রতিবেশী সাহিত্য
দেবেন্দ্র আর্য’র কবিতা
(অনুবাদ : মিতা দাশ)
কবি পরিচিতিঃ কবি দেবেন্দ্র আর্যর জন্ম ১৯৫৭ সালের
জুন মাসে। তিনি বর্তমানে ভারতীয় রেলের চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। তাঁর
প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘শব্দ আসিমিত’ উল্লেখযোগ্য। কবিতার পাশাপাশি তিনি গজল
রচনা করেছেন। মৈথিলিশরন গুপ্ত পুরস্কার (কেন্দ্র সরকার দ্বারা), বিজয় দেব নারায়ণ
সাহী পুরস্কার, জনকবি মুকুটবিহারী সরোজ পুরস্কারে তাঁকে সম্মানিত করা হয়েছে তাঁর
সাহিত্যচর্চার জন্য।
কুম্ভ: কিছু ছবি
0
মহিমা ও স্নান
প্রচারে পেকে গেলো কান
হিন্দুত্ব মহান হয়ে ওঠে, পুঁজির প্রতি শ্রদ্ধা বহুগুণ
বেড়ে যায়।
0
কাদায় পা
মাথায় কুম্ভ
পাপের গাড়ি
সবকিছু ভেঙে টুকরো টুকরো হলো কেউ কেউ জীবন দান করে
ফিরলো না
কেউ কেউ কিছু পূর্ণ কুম্ভ তুলে ঘরে আনলো ।
0
জনাকীর্ণ সঙ্গম
সংকীর্ণ প্রয়াগ
0
জনতার সুর বিশ্বাসে পরিণত হল, বিশ্বাস হৃদয়ে আগুনে
পরিণত হল
0
যাদের যেতে দেওয়া হয়নি,
তারা ভক্তদের ছুঁয়ে ছুঁয়ে
মসজিদে গঙ্গাস্নান করল।
সেন্দুরওয়ালীরা
একটি পুঁটলিতে লুকিয়ে পুণ্য এনেছিল
সেইগুলি বোরকাওয়ালিদের দিয়ে দিল
ষড়যন্ত্রের গল্পগুলিকে ভিত্তিহীন করে দিল
0
কে ঝামেলা করবে
মন সুস্থ হয়ে উঠুক
ভাড়ে যাক
কাঠউতিতে থাক গঙ্গা
0
না করুণা, না মায়া,
যে চলে গেছে সে চলে গেছে।
0
পরবর্তী অমৃত স্নানের জন্য,
লোকেরা কাপড় দিয়ে স্নান করে।
0
যে নদী মোক্ষ দেয়,
সে পাপে স্নান করবে,
কুম্ভের উপার্জন
কেবল কুম্ভে যাবে
0
আমরা একশ চুয়াল্লিশ বছর পর আবার দেখা করব।
দ্বাদশ বছরে।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন