কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৩৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৩৫

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

তথাগত চট্টোপাধ্যায়

 

কালিমাটির ঝুরোগল্প ১৪০


স্টাইল বনাম স্মাইল


সেলুনের কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকল অনিরুদ্ধ। আজ তার বান্ধবীর সঙ্গে দেখা হবে। এলোমেলো চুল আর অগোছালো দাড়ি নিয়ে সেখানে যাওয়া একেবারেই মানানসই নয়। নিজের লুকটাকে যতটা সম্ভব স্টাইলিশ করা যায়, সেই চেষ্টাতেই সে এসেছে।

চেয়ার খালি দেখে এগিয়ে গিয়ে সে বলল-                                             
“ভাই, বলিউডের স্টার অরিজিৎ সেনের হেয়ার কাটটা করা যাবে?”
নাপিত হেসে মাথা নেড়ে রাজি হয়ে গেল। অনিরুদ্ধ নিশ্চিন্ত হয়ে বসল। আধঘণ্টার মধ্যে ঝাঁকড়া চুলের জায়গায় এল নতুন স্টাইল।

কিন্তু আয়নার দিকে তাকিয়ে মনটা কেমন যেন খচখচ করছে ওর। ভাবছে, সিঁথিটা যদি আর একটু বাঁদিকে হতো? না কি ঝুলপিটা আরও ঘন হলে ভালো লাগত! সন্দেহ কাটছে না কিছুতেই। টাকা মিটিয়ে বেরিয়ে এল অনিরুদ্ধ।

বিকেলে ঘর থেকে বেরোতে না বেরোতেই ফোন বেজে উঠল। স্ক্রিনে কাঁকনের নাম দেখে অনিরুদ্ধর বুকের ভেতর ধুক ধুক।
“হ্যালো…”
ওপাশ থেকে মিষ্টি কণ্ঠ, “তুমি কোথায়? আমি তো অটোস্ট্যান্ডে দাঁড়িয়ে আছি।”
মাথা ঘুরে গেল ওর। এত তাড়াতাড়ি এসে যাবে, কল্পনাও করেনি!
“আ… আসছি এখনই।” কণ্ঠে চাপা উত্তেজনা।

দ্রুত পা চালিয়ে মোড় ঘুরতেই চোখে পড়ল সাদা টপ আর নীল জিনসে দাঁড়িয়ে আছে কাঁকন। অনিরুদ্ধ তাড়াতাড়ি নিজের চুল ঠিক করল, এগিয়ে গিয়ে বলল-
“কেমন লাগছে আমার নতুন হেয়ার কাট?”
কাঁকন হেসে বলল-
“চুলের চেয়ে হাসিটাই বেশি ভালো লাগছে।”

 

 

 

 

 

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন