কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

দেবারতি দে

 

কবিতার কালিমাটি ১২৩


ক্ষত

 

শুধু তাকিয়েই থাকতাম

তাতেই নাকি সব

উলোট পালোট হয়ে যেত তোমার

ধরা পড়ার ভয়ে

ছুরি চালালে আমার কবিতায়

সেই ক্ষত আজও

আমার ঘর আলো করে আছে।

 

কন্ডিশন

 

আমি ততটুকুই ঘুমাই

যতটুকু ঘুমালে

কলহ বাঁধে না মৃত্যুর সাথে।

 

সওগাত

 

ভালোবাসি বলে বুকের ভেতর জলের স্বপ্ন

চোখে সৃজন লোলুপ রোদ

যদি দাও হাওয়ার যত্ন

শেষ ফসলটুকুও তোমায় দিয়ে যাবে

তার নিংড়ে রাখা সওগাত।

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন