কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

তৈমুর খান



কবিতার কালিমাটি



সমস্যা


সমস্যা এসেছে আজ
আমার নির্বাক জিজ্ঞাসায় তাদের আনাগোনা :
কী চাও? কী নেবে আর?
ধ্বংস ছুঁড়ে দিচ্ছ শুধু
নিরশ্রু কান্নার ভেতর নিরন্তর অগ্নিমাছ!

আমি নিরীহ প্রজ্ঞার কাছে ছায়া টেনে নিই
নিজেকে ঢেকে রাখি নিস্তব্ধতায়
যুগের আলোরা প্রতারক
একটিও প্রদীপ নেই স্বপ্নে জ্বালাবার

হাওয়া আসছে তবু, ঘর ও বাহিরে হুড়োহুড়ি
পোশাক বদলের সময়ও দিচ্ছে না
পিপাসার কারুণ্য ভরা গ্লাসে অবাস্তব সময়ের ঢেউ
বলতেও দিচ্ছে না কিছু, চারিপাশে জমছে না-বলা

সমস্যার নতুন মুখ — রক্ত নাকি আলতা পরেছে?
পা নেই ওর — কথা কাটাকাটি শুধু
কথা কেটে কেটে তাড়াচ্ছে ঘুম
রাত জেগে জেগে উদ্বেগে আছে বিশ্বাস



অপমান


অপমান খুব আনন্দে আছে
বাক্যবাণ সুতীক্ষ্ণ ওর
প্রাচীন পদ্ধতির আস্ফালন
সপাঠ ক্রিয়াগুলি দুর্বিনীত, অন্ধ প্রাবল্যে আসীন

সত্যকে কী করে ডাকব আজ?
সত্য মৃত, মৃতকে চেনে না সমাজ।
মিথ্যার কূপ খুঁড়ে প্রহর গুনে গুনে
চেয়ে আছে উন্মুখ ভ্রান্ত কৃষক

অপমান কারও কেউ নয়
কোনও অপার্থিব রুচিও তাদের নেই
শুধু বিষণ্ণ খাদের কাছে এনে
ফেলে দিতে চায় নিচে, সে অনেক নিচে

যদিও দাঁড়াই ঘুরে, যদিও যুক্তিকে ডাকি
তবু দেখি যুক্তি নেই, মুক্তিও ঘুমাচ্ছে খাঁচায়
সে-ও তবে কারও পোষাপাখি?
অপমান আনন্দে আছে, মুখে তার কী সুন্দর তীব্র চুনকালি!


অন্ধকারের দেশে


প্রত্যাশার বাঁশি বাজাতে বাজাতে চলে যাচ্ছি
অন্ধকারের দেশে
আমার নীরবতা ক্ষুণ্ণ করছে হাওয়া
উগ্র কোনও সন্নিধানে থেমে যাচ্ছে প্রেরণা
কী করে কথা হবে?
মৃত্যু সব নত করে দিচ্ছে
আর কুটিল রাষ্ট্রবাদে ঢুকে যাচ্ছে মানবতা

মিথ্যাকে সত্যি করার আলো
আর মানুষকে পতঙ্গ করার ম্যাজিক
প্রহরগুলি ঝরছে বন্ধ্যার প্রজনন ইচ্ছার মতো
তবুও কাপড় পরে দৈবঅভিমান
কার কাছে করছে নালিশ?

হত্যার ঘোর জুড়ে আতঙ্কের জন্মদিন
উৎসব নেই তবুও উৎসব কার?
হাঁটছি, যতদূর হাঁটা যায়
রক্ত লেগে যাচ্ছে প্রত্যাশার সুরে…




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন