কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / দশম সংখ্যা / ১৩৭

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

অর্পিতা সরকার



কবিতার কালিমাটি



নিমন্ত্রণ


কাল বাদে রশু বসন্তে আসতে হবে পলাশ পায়ে, সত্যি বলছি
অনেকখানি জমিয়েছি চাঁদ চোরাগোপ্তা মাটির ভাঁড়ে, সেবার যেমন
মুঠো মুঠো পথের গুঁড়ো লুকিয়ে তোমায় দিয়ে এলাম, তখন তুমি অন্ধ সেজে
উল্কা কুড়োও চুপিচুপি!
সুজনসখা এবার তুমি নিমন্ত্রিত আমার ঘরে


পলাশমন


মোহনমিতা তুমি থেকো
নিথর হাতের পাতায় মাথা রেখে সূর্যের ঘুম পাবে যেইদিন,
তুমি সবটুকু রক্ত ঢেলো জমাট শীতের ওপর, সূতিঘরে পলাশ ফুটবে সেইদিন


পালাবদল


মৃত্যুর রোমকূপ থেকে তোমার ঘামের গন্ধ গড়ায় যেন গুপ্তপথে
নেমে আসে চাঁদ গুমোট বসতির রাতে, মাদুরের শিরায় শিরায়
সফল সন্তানের চুমুর জোনাক পেয়েছি একটু আগেই সন্ধ্যে নাগাদ আজ
নিভৃত জননী ডাকছে, এবার আমার মাটি হওয়ার পালা


সম্ভব


ছুঁয়ে দেখো
বাসন্তী চাদের তলায় শুয়ে আছি,
ক্ষতচিহ্নে হাত রাখো, আবির রাখো লাল
বিপ্লব রাখো স্লোগানে স্লোগানে প্রত্যয়
ছুঁয়ে দেখো, আমি দিন বদলের মতো জেগে উঠতে পারি

5 কমেন্টস্:

  1. দিন বদলের মতো জেগে উঠতে ইচ্ছে হলো। ঋদ্ধ হলাম।

    উত্তরমুছুন
  2. দূর্দান্ত লাগলো প্রতিটা কবিতাই

    উত্তরমুছুন
  3. পলাশের এমন নিমন্ত্রণ এ,মাটির ছোঁয়া তে ক্ষতচিহ্ন মুছে গিয়ে দিনবদল এ জেগে ওঠা সত্যিই সম্ভব|ধন্যবাদ কবি ও কবিতার কালিমাটি কে|

    উত্তরমুছুন