কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

জয়া ঘটক



কবিতার কালিমাটি



সফরনামা

জীবন অনেকটা সূর্যের মতো! সন্ধ্যা আসার গন্ধ পেলেই টুপ করে ডুবে যায়। জীবন যেমন পায় মরণের গন্ধ। এই 
যে যাওয়া এটা এক সফরনামা।

কেউ চলে গেলে জীবন কিন্তু থেমে থাকে না। আবার ভোর হয়, সবাই খেতে বসে, বড়রা আরাম করে আগের
মতোই। কেউ গান গায়, কেউ শোনে...

জীবন চলে জীবনের মতোই। তবুও কিছু স্মৃতি থেকে যায় অন্ততঃ কারো মনের নিভৃত কোণে। ইতিহাস না হই
স্মৃতিতে তো জায়গা পাবো! কোনো এক মুহূর্তের
অথবা পুরো জীবন সফরের স্মৃতি!


প্রেম

কলম শেষ! শব্দ শেষ!

ঠোঁটে রয়েছে যা সব দিলাম! ঠোঁটের রং,
স্পর্শ, ভাষা সব  তো তোমার  পরিচিত!
লেখো কবিতা!

 তুমিও দাও নিঃশর্তে। লিখবো
আমিও কবিতা!


কবিতা তোমাকে

নৈ:শব্দের নীচে শব্দ এখানে
কান পেতে থাকে  কিছু শোনার
জন্য... কি তা কেউ কি জানে?
জানি না জবাব পাবো কিনা! 
তবুও শুধাই... কে যাস রে...

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন