কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

জয়া ঘটক




নৈঃশব্দ্যের কাছে 

ব্যস্ত শহর... গাড়ির ভিড়... কখনো লাল বাতির চোখ রাঙানি আবার কখনো বা সবুজের হাতছানি।
শপিংমলে সেলের ভিড় উপচে উঠছে। শব্দের কান্নায় কান চেপে ধরি। এসবের বাইরে আছে  আরেকটা
জীবন। নদের পাড়। জলে জল টইটম্বুর। কিছু নীরবতা এখানে নৌকোতে বসতি করে। আবার  কিছু
নৈ:শব্দ এখানে হাহাকার করে মাথা কুটে মরে অল্প শব্দের জন্য।


প্রেম

আমি তোমাতেই হবো বিলীন।
তোমাতে জড়াবো আমার প্রাণ।

জীবনে মরনে থাকিবো দোঁহে।
মুছে  যাবে সব মোহ আর লাজ।


স্মৃতি

বিস্মৃতির দিকে ধেয়ে যাচ্ছে সবকিছু তবুও শৈশব বারবার ফিরে আসে।

যে সরলতার সুযোগ নিয়ে বোকা বলেছো তা যে আমার শৈশব আঁকড়ে থাকার জন্য তা
কেউই বোঝোনি।

বাঁক নিয়েছে জীবন তবুও শৈশব হাতছানি দেয়। সেসব কথা ভাববো না বলেও কি নিস্তার
আছে! আসলে পুরো জীবনের প্রতিটি ক্ষেত্রেই দেখা যায় এই শৈশব আঁকড়ে ধরেই বেঁচে
আছি। আর তাই ভালো আছি।


নীরবতা

চুপ
এত চিৎকার কেন? 
মানুষই মরছে! পশু তো নয়!
বুদ্ধিজীবি আর মহান কবিদের মতো নীরব থাকুন।
ঝোপ বুঝে তারপর কোপ মারুন।

চুপ! একদম চুপ!












1 কমেন্টস্: