কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

ইন্দ্রাণী সরকার




অন্য কোনোখানে

সে তাঁর বিশালতা, সে তাঁর মিহি রিমঝিম,
সে তাঁর পরম ঔদাসীন্য,
তাঁর চোখের চাওয়ায় বিশালতা হারিয়ে 
শূন্যতাকে ছুঁয়ে যায় 

যে সব কান্নার দাগ তাঁর আঙুলের স্পর্শে
প্রজাপতির মত পাখা মেলে ছিল,
অবহেলা দিয়ে ফিরিয়ে দিয়ে গেলেন

উজ্জ্বলতা হারিয়ে সব রং এখন ফিকে,
বাঁকা হাসিগুলো ছড়িয়ে আছে,
পথের ধূলোয় কোথাও হয়ত: 
এখনো নূপুর বেজে ওঠে 
অন্য কোনোখানে


বহু জন্মের তপস্যায়

বহু জন্মের তপস্যায় তোমায় পেয়েছি 
আমি হিমালয় কন্যা পার্বতী 
তোমার উপাসনায় এত যুগ কাটালাম 
হে ভোলানাথ চাও প্রশস্ত নয়নে

তোমার ওই যুগান্তকারী প্রেমে আজও 
আমি যেন একটি ঝরা মুকুল 
তোমার ওই শুচিস্নিগ্ধ শুভ্রবরণ জ্যোতি 
ছড়িয়ে পড়ুক আলোকিত ভুবনে


কাঠপিঁপড়ের স্ট্যাটাস

কাঠপিঁপড়ে জিনিয়াস স্ট্যাটাস লেখে 
সব মানুষ আগে কি সুন্দর স্ক্রিন ফুঁড়ে 
বেরিয়ে আসত, কিন্তু এখন তারা ছায়া 

ইমোজি নিয়ে খেলু করতে গিয়ে জানলাম
কিছু সমাজসেবক ও সমাজসেবিকা বলেছেন, 
এ ত ইমোজি নয়, যেন আম, পানিফল, 
কলা, আপেল, এত খেলা আর খাওয়া ভালো না!

তাই বাচ্চারা মুখে নিমপাতা এঁকেছে 
জিভে সুপুরি আর চোখে রুমাল বাঁধা
মায়ের চোখে তুলসী রাখার সময় হল 

কাঠপিঁপড়ে ডাকে, আয় আয় আমার 
না আছে ছায়া না আছে কায়া, স্ক্রিনটাই চিবিয়ে নে






0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন