একটা ভালোবাসার কবিতা
অর্চার্ডের গুটিকয়েক
আপেলচারা নির্জনতা
পজ হয়ে গেছে শীতকাল
পজ হয়ে গেছে শীতকাল
যতবার নাম ধরে ডাকি, তুমি
জন্মদিন খোঁজো
বাটির পায়েসে।
৯ অগস্ট রাত
বাটির পায়েসে।
৯ অগস্ট রাত
প্রতিবাদের প্রতিফলন
হিসেবে চিহ্নিত কর ডুয়েট
একটা ভালোবাসার কবিতা,
নরুণের খোঁচায় প্রতিহত
চকখড়ির স্বাধীনতা
ক্ষত থেকে ক্ষতান্তরে...
চোয়াড়ে রক্তে ভাসে
লাল গ্রানাইট
একটা ভালোবাসার কবিতা,
নরুণের খোঁচায় প্রতিহত
চকখড়ির স্বাধীনতা
ক্ষত থেকে ক্ষতান্তরে...
চোয়াড়ে রক্তে ভাসে
লাল গ্রানাইট
মেরুণ তারার ফুল
কেউ আয়াত পড়ে
নির্জনে, কেউ দোহা
শতনামে ডাকে কেঊ তাঁকে,
শতনামে ডাকে কেঊ তাঁকে,
বিস্মিত হওয়ার
স্বভাব মুছে ফেলি যতবার
একসময় ধারাবাহিক নেশায় হাঁপিয়ে উঠি।
একসময় ধারাবাহিক নেশায় হাঁপিয়ে উঠি।
গন্তব্য থেকে দূরে
সরে গেলে পথ,
পাঁচটি মেরুণ
তারার ফুল
কেউ এগিয়ে দেয়...
পাঁচটি মেরুণ
তারার ফুল
কেউ এগিয়ে দেয়...
ঈশ্বরপ্রতিম
স্পর্শের রঙ
প্রিয় নাম, স্পর্শ
না পেলে স্নায়ুর ভেতর মরে যায়।
আজকাল সুগন্ধেও জ্বর আসে, দূরের কোনো আচমকা গন্ধও সুগন্ধই বয়ে আনে।
কোন ফণা-তোলা সাপ হেঁচে যায় এলাচ বাগানে।
স্বপ্নের ঘোড়াগুলো জিরিয়ে নিচ্ছে...
আবলুশ কাঠের ছায়ায় সালতামামি,
আজও কিছু রঙ বলি দিতে হবে সুর্যাস্তে
গেওখালির জলে।
আজকাল সুগন্ধেও জ্বর আসে, দূরের কোনো আচমকা গন্ধও সুগন্ধই বয়ে আনে।
কোন ফণা-তোলা সাপ হেঁচে যায় এলাচ বাগানে।
স্বপ্নের ঘোড়াগুলো জিরিয়ে নিচ্ছে...
আবলুশ কাঠের ছায়ায় সালতামামি,
আজও কিছু রঙ বলি দিতে হবে সুর্যাস্তে
গেওখালির জলে।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন