কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

পলাশকুমার পাল




রাজনীতি

মৃত্যুর হাড়ে চিরুনি বানিয়ে
হেরে যাওয়ার চাতালে বসে
চুল আঁচড়ানো দুপুর,
হয়তো শীতের চেটোয় পাখির পালক-
তবু বড় আকাশ নয়,

আঁশের মতো বিধবার পাশে টিপ্পনী

সেকেন্ড গোনে ফুরিয়ে ফুরিয়ে
ফুরফুরে আরও এক ঘন্টার আছিলায়...


শাড়ি-রাত

অ‍্যাকোরিয়াম খুলে মেলে দিই রাতে,
চোখেরা ঘরের মতো হাওয়া হয়ে
শুকিয়ে দেয় আমাদের আলনা...

আমরা আলনা গোছাই
রঙীন মাছগুলো উট হয়ে হাঁটে
শাড়ি শাড়ি মরুভূমির ভাঁজে...

সারি সারি অ‍্যাকোরিয়াম
শাড়ি শাড়ি রাতে


কোলাহল শেষে

স্নান শেষে  কোলাহল চলে গেলে
বিধবা পুকুরের খোঁপায় পদ্ম গুঁজে
মেলে দিই আকাশ-
শিশিরের মতো আঁচলা আঁচলা চাওনি ছুঁড়ে
সিঁড়ি নেমে যায় মাছেদের গভীরে
মাছ হয়ে...

মাছেদের গভীরে ধর্ষিতা পাখি

তোমার আমার নয় কেহ সে,
সিঁথিতে সিঁথি-রোদ বুনে
সিঁথিতে সিঁথি-রদ বুনে
তোমার আমার পৃথিবী...


দেখা

যতটুকু দেখতে চাই ততফোঁটা ড্রপ চোখে ফেলে
মিলে ধরা বই,
একসময় গুটিয়ে নিই

মরা পশুর চামড়ার মতো

মৃত্যুকে কেউ দেখি না
অথচ দেখি ফুলেদের ফুলশয্যা
বা শহরের পথে ট্রাফিক পুলিশ,
ঠেলে দেয় আকাশগুলো দীঘির মধ্যে...



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন