কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭

বেবী সাউ

অসংখ্য আলো এবং মাছ শিকারী


()

উপকূল থেকে ভেসে আসা জল
নদীর বুকে ঢুকে পড়েছে

সমস্ত পারাপার জুড়ে উপন্যাস
সুন্দরী গরাণ
শব্দ চয়ন

ভাতের আসরে প্রার্থনা করছে
আগামীর নার্গিসাস

শেষ রাতের সুতোতে আটকে আছে
শিকারীয় গল্পের বুনোট

তুলো চাইছে গিঁট আরও দৃঢ় হোক


(২)

এইসব ক্ষুদ্রতাটুকু দেখেই
ক্লান্ত থেকেছ আজন্ম

কিভাবে সাপের গরলে উঠে আসে ঈশ্বর
অসংখ্য হিসেবের ঘর দোর পেরিয়ে এইযে নৌকো খেলা

মাছরাঙা নেই

দরজা হাট করে যাতায়াত

পড়ে আছে

সাধনা উঠে এসে জুড়ে বসেছে হাঁসেদের গানে


(৩)

ভাঙা চাঁদ পোষে শিয়ালের হাহাকার
সমস্ত কামড় আধ্যাত্মিক

লাল কফিতে ঝনঝন করে ওঠে
প্রেতের ইয়ার্কি
কাঁটা চামচ

অসংখ্য বর্ষ পেরিয়ে
জুবিলি আসে

সুর্বণরেখার ঐতিহাসিক আত্মহত্যা
ঝোলে মানগো ব্রীজে


আমরা জলপান করি  

1 কমেন্টস্: