কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭

বর্ণশ্রী বকসী

মানস 

মনের গহীনে যে ছবি আঁকা হয়
পার করা বাস্তবতা ঘিরে তার স্পর্শ
যে প্রেম চির জাগ্রত চেতনার অভ্যন্তরে
তার থেকে খুঁজে নেওয়া স্হির চিত্রগ্রাফ!
অলিখিত ভাবনার মসনদ জুড়ে সে
তার একান্ত রাজত্বে খেলা করে রোদ্দুর  
সিঞ্চিত গাছের থেকে নিয়ে নেওয়া
এক টুকরো পরিপূর্ণ বোধ!
মানস ভ্রমণ ক্রমে সমে ফিরে আসে
মধুক্ষরা অন্তর আকৃতি দেয় মনলোকে


তামসিক

ক্রমে ক্রমে রাত্রি নামে মেধার মিনারে
অন্ধ মোহে ছুটে বেড়ানো সমাজে
দূরায়মান মানবিক বোধের আধার
অন্যায্য কাজেরা ভাসে ইথারে ইথারে,
রঙের বাহারি ওড়নায় উড়ে যায় সব
কানাকড়ির মূল্য প্রাণের বাতাস
সফেদ চিন্তা ছিঁড়ে তামসিক দ্রোহ
সভ্যতার সুদৃশ্য চোখ খুবলে তুলে

যজ্ঞ চলে নরমেধ কিংবা অন্য কিছু
চিহ্নের পরতে উপ্ত ভাবনার বীজ


ঝড়

নিশুত রাতের নিস্তব্ধতা চূর্ণ করে
উঠে এসেছে বিক্ষুব্ধ ঝঞ্ঝা
চৈত্র শেষের বেলা রুদ্র নাচন,
ছিন্ন তরুর মূলে পড়ে থাকে হারানো
ফুলের সুবাস আর ফলের সম্ভাবনা!
বিরহী মনের বার্তা উড়ে যায়
মেঘাতুর নেশায়-
যে ব্যথা নীলগিরি পর্বত ছেড়ে
ছড়ানো বিশ্বে তার কথা লেখা আছে
অলকা এখন শুধু বিরহিণী নারীর
আবাস, বৃষ্টির বেগবান অশ্বে চেপে
ঝড়ের গতিতে জিন লাগে!


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন