কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭

খায়রুজ্জামান সাদেক

মুখ ফিরিয়ে নেয়ার আগে

সর্বোচ্চ ডিগ্রী মুখ ফিরিয়ে নেয়ার আগে মানত করছে
মুখ ঢেকে রাখতে পারে না
প্রায় স্থির নিষ্কাশন থেকে আসে সংস্কার
থাকা না থাকায় থেকে যায় কিছু আহরণ          
কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত স্নায়ুবিক চাপ
বিশ্বাসে কাজে যারা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে
মাঝে মাঝে ব্যথা বেড়ে আনন্দ ঝিম মেরে আছে
তরঙ্গ হিসেবে অনিবার্য ঘূর্ণায়মান বক্ররেখার
তোমার মেঘ আমাকে স্পর্শ করে বলছে
নীচের মন্তব্যগুলোতে স্পষ্ট সবচেয়ে ভাল উপায় কি
যখন এগুলো হতে পারে এমন বুদবুদ মন্ত্রণা ও শীৎকার  


চালাঘর ও এক লেবুগাছ

পাতার ফাঁক গলে বিস্ময়কর কীট দৃষ্টি আকর্ষণ করে স্বাদ নিয়ে ফুলগুলো আসে লেবুগুলো বড় হয় দ্বিধাহীন টান পড়ে ট্রিগারে বিনোদনের মাঝারি ও বড় আকারের বৃষ্টি ফোঁটায় জমে কেলেঙ্কারি কি কথা তোমার প্রকৃতি উচ্চতর আসনে আছেন মদের সন্ন্যাসে আছেন চালাঘর থেকে বেরিয়ে লেবু গাছের গোঁড়ায় এসে জমা হয় ক্ষীণ আলো দ্রুতি মেপে চলে যায় লেবুর পাতায় বড় হওয়া সৌরভ বাঁধা শরীরে ঘুম থেকে জাগে শৃঙ্গার অনুরূপ শক্তভাবে সাক্ষ্য দেয় মুচড়ানো ভালোবাসা ছেঁকে তোলা রসে অপব্যবহারের ইঙ্গিত মুছে যেতে খুঁজে পাই তোমাকে মুদ্রণ যন্ত্র নামতা ভুলে বেরিয়ে আসে উঠোনে পাতার শবদেহের উপর সাংকেতিক দাঁড়িয়ে থাকে চালাঘর ও এক লেবুগাছ কোথায় বর্ণপরিচয়  খুঁজে আত্মশ্লাঘায় বাষ্প হয় নিরন্তর  ক্রন্দন...


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন