কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ২৬ জুলাই, ২০১৫

রেটিনা রশ্মি

কোষবিভাজন

গর্ভের দৃশ্য আহত পশম
প্রদীপ্ত তিমিরতা - দৌড়ে শৈশবনাবিক
মাংসল কান্না - সমীকরণে স্ফুটনাঙ্ক
অনন্ত নিদ্রা স্নান করছে আক্ষেপজল
কোষবিভাজন গল্প বিলায়, লালিত জিহ্বাগ্র 
আর্তনাদ শুশ্রূষাবিষ মর্ম মানবীর
চুমুকে জ্বলন্ত লাভা সুপ্ত  আগ্নেয়
তথাকথিত...


মহিম

নি:সঙ্গ দুপুর - মহিম
নিশ্চুপ রোদ্দুর তরল হয়ে
আমার শরীর পাড়ি দেয়।  
মৃতস্বপ্নবাহক ছায়া জেগে থাকে নেশায়
এঁকে দিই বৃত্তে - চোখনাকঠোঁট...
ক্লান্তির বলিরেখা দিয়ে বয়
ক্ষয়াটে চুম্বনে আমার দাহ -
জন্ম নেয় আবার : রূপকথার ভালোবাসা। 



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন