কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ২৬ জুলাই, ২০১৫

প্রণব বসুরায়

বিধিবদ্ধ সতর্কীকরণ

মড়ার খুলি টুলিতে আর ভয় পাই না
ভূত প্রেতে ভয় থাকলেও বিশ্বাস নেই তত...
এসব বন্ধ করুন ভাই

শালীনতার মতো সহ্যেরও একটা সীমা আছে, যা
খসে গেলে তান্ডব হ'তে সময় লাগবে না।

আপনি এখন অনেক কিছুই বলে
না।... কেন?
কেন চাপিয়ে দিচ্ছেন তাবিজ কবচের নামাবলী...
কেন দিচ্ছেন আদিম সুরুয়া সুকৌশলে, সুজাতার গল্প
শোনাতে পোষা পাঁচালিকারদের সঙ্গে শলা করছেন,
অবৈতনিক পাঠাগারে
ঢুকিয়ে দিচ্ছেন আঁচলে বেঁধে থ্রি-এক্স বই;
ওয়ালেট হারিয়ে যাবার ঘটনায় এতই বিপন্ন বোধ করছেন
যেন তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হ'লো কলকাতাতেই!

বন্ধ করুন এখনই এসব--
পরশুরামের হাতে কুঠার তুলে দিলে
সে কিন্তু প্রথম আপনাকেই কাটবে



আর কতদিন

এইভাবে কতদিন আর
এইভাবে কেন বারবার ...
ঘুমের কারণে তুমি অন্য ঘরে ...
আমি যেন বুঝেও বুঝি না---
ত্রাসে তুমি রেখেছ আমায়
যদিও ভালোই জানো, আমি দুর্বার...

এরপরও খেলা চলে আধো অন্ধকার
তোমাকে ধরতে গেলে ছায়াটি ওপার

আর আমি যাব না কোথাও, স্থির
তূণ থেকে তুলে নাও মারণের তী


যাপন চিত্র

যন্ত্রণা কথা কিছুই হবে না আজ
আমাদের মাঝে হাজার যোজন দূর
মাঝে থেকে যায় সাজানো কথার ছক...

যদি একে লুডো বোর্ড বলে মানো
জেনেছ তবে তো কতবার আমি হারি
হারি, তাও ভাবি জিতব শেষের বার!

এ কথাই শুধু লিখে রাখি আজ রাতে
সূর্য কি কাল উঠবেই ঠিক প্রাতে?



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন