কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ২৬ জুলাই, ২০১৫

অনুপম মুখোপাধ্যায়

সংসার সুখী হয়

রূপ যাকে ঘসে দ্যায়। চিঠি লেখো তাকে
ঝুরোঝুরো। ভ্রূণ হয়ে আছে ইরেজার
মিঠাস এমন করে ঘরোয়া ফ্যামিলি হয়েছে
৬-এর দশক। নহে৬০-এর দশক
আড়চোখ। সব ইট। ঘর শাঁখ হয়ে আছে
প্রতিটি ইটের। রং। আলাদা আলাদা
চুষিকাঠি। খুলে যায়। কেঁপে বেজে ওঠে শিশু
কোমরের বাঁক থেকে রান তোলে বৌ
প্রতিটি চাপের মাপ ছাপ আলাদা আলাদা
হাওয়া থেকে। হাত। কিছু মাখন তুলেছে
মগ থেকে পড়ে যায়। ঘরের নদীটি
প্লাস্টিকের মগ। যথা। টিনের কৈলাস
সোনাজল। স্নান করে মাথা মুছে নিলে
তুমি যে ফেঁসেছ তার প্রমাণ কোথায়
পুজো করো। উপাসনা নামক ব্লাউজ
গায়ের জোরের চেয়ে খুলে রাখা আছে


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন