কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

রবিবার, ২৬ জুলাই, ২০১৫

রঞ্জন মৈত্র

আধার কার্ড 

মাটি কালো ক'রে 
এক ছিটমহল হলো  
দুই দিকে পতাকা ওড়ে 
আরক্ষা বাহিনী 
দুই মুখে শস্য ও শ্যামল 
পাড়া ছিল নোম তোম 
দেশ ছিল পানিয়া সারং 
একর-কে কতখানি 
হিজলি-কে কতদূর 
ট্রেনের রুমাল নড়ে 
মৃত্তিকা 
কালো রং 
স্বপনের পাশে পাশে 
আধার কার্ডের ত্বকে হাঁটতে হাঁটতে 
দরজা জানালা বৃষ্টি হয়ে যায় 


         
সংসার লেখা 

আজ খুব আঁচ হলো  
খুব হলো  
সাদা কালো কাকিমা উঠলেন 
ঘরে পাড়ায় 
হাতের ডিবেতে একটি পিউ কাঁহা 
পিউ পিউ ফোটে তারা 
সন্ধ্যের গুবগুবি কড়াই ঝাঁকায় 
আঁচ নিয়ে কথা বলব 
গল্প নয় 
জানালা নয় পর্দানশীন 
ওগো ওগো শব্দে উনুন পেরিয়ে 
উড়ে যাচ্ছে দরজার খিল 
       


নেটওয়ার্ক 

নাম নিয়ে বসেছ ফুটপাথে 
রাতবাতি উড়ে গেলে দেবে 
পোড়া ভুট্টার গায়ে নুন লেবু 
তাকেও একটা 
টিপে দেখি ইনকিলাব 
হলো জ্যামজট 
হলো সীমা কে বাহার 
এখন ফুল বর্ষাবে 
এখন হর্ন দেবে মেহবুব ট্র্যাভেলস 
টিপে দেখি বেফিকর সুইচ 
মহামোড় থেকে এক একটি ফুটপাথ 
এসে পড়ে ধানশীষে স্নোচূড়ে 
                 তোমার ডালায় 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন