কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ২৬ জুলাই, ২০১৫

মোনালিসা চট্টোপাধ্যায়

ডাক

কন্ঠস্বর শুনে শুনে ডাকঘরে কি এসেছে চিঠি?
ডাকটিকিটের ডাকনাম কেউ কি দিয়েছে?
ডাক পেড়ে পেড়ে হয়রান হলো ডাকনাম, তার কি বিশ্রাম নেই?
ডাকচৌকি আজ না এলে একলা যাব ডাকবাংলোয়৷
ডাক পিওনের ডাকবালোয় ডাক পেড়েছে ডাকমাশুল  
ডাকাতের সাহস দেখেছি ডাকঘরে৷
ডাকসাইটে মেয়েটি দেখি টানছে এক ডাকগাড়ি
ডাকহরকরা তোমায় নিয়েই সেই গানটা -- রানার চুটেছে তাই ঝুমঝুম...


সুখ

তুমিও খুঁজেছ মিথ্যে কত অটল অজ্ঞাতবাস!
অচলিত ছবি দেখে মরীচিকা এঁকেছি পাতায় পদ্মে
অপরিমিত ইচ্ছে থেকে সন্ন্যাস ভ্রম ছুঁয়ে গড়েছি নকল স্বরগ্রাম৷
আলোকে রেখেছি বেঁধে ললাটলিখনে
জলকে রেখেছি বেঁধে জলাশয়ে বলশালী তরঙ্গ বিদ্যুতে
সময়কে বেঁধেছি কত কাঁটা কম্পাসে
পা কে বুঝিয়েছি পরিভ্রমণ মহাকাশে
তোমাকে বলেছি মুছে ফেল দিবাস্বপ্ন সব
কিছু না ভেবে গঙ্গাকে গগনস্পর্শী করে মাটির কম্পাসে কেন
সুখবৃত্ত এঁকে চলো আনমনে? এতে কি আলাপ জমে গানে?


আবোল তাবোল

দেখেছ ঝড়ের আগে বকুল ফুলের দৌড়
আমাকে বকুল কেন বলো?
আমি পুরুষ কঙ্কাল
দেখেছ নারীর হাতে অখন্ড আঙুল
আঙুল তোমাকে ইন্দ্রজালে বুনি 
আমরা তখন ভিন্ন পরদেশী
দেখেছ আদিম নদীর বহুমুখী গতি?
বর্ণহীন অপা্র্থিব ভালোবাসা!
জাগরণে যায় বিভাবরী
দেখেছ উল্লাস কত বিষাদ বিভ্রম?
সরল গানের ছায়াসুশীতল লয়
একলা মানুষ ক্ষস্থায়ী ঢেউ
বকুল তোমার শান্ত তটভূমি






0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন