কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ২৬ জুলাই, ২০১৫

সোনালি বেগম

মানসচক্ষে

উজ্জীবিত হতে খন্ড খন্ড ইতিহাস
ঘাতক নির্মূল কমিটি-র গণআদালত
নিরীহ মানুষ শাসন-শোষণ উপর-নজরদারি
সোচ্চার হতে কৃষ্টি সাহিত্য মূল্যবোধ
                        নেই কোনো ভাগাভাগি
ভাই-ভাই মন্ত্রে বিশ্বাসী অনুপ্রাণিত সংস্কৃতি
মানসচক্ষে ভাসে নিরপেক্ষ প্রতিষ্ঠা লড়াই
উৎকট অন্ধ ধারণায় খুন ধর্ষণ প্রতিনিয়ত
আর্তনাদ দীর্ণ জর্জরিত অন্ন বস্ত্র বাসস্থান
প্রচারমাধ্যম হাতিয়ার উস্কানি সম্প্রচার
                         হীন প্রচেষ্টা আগ্রাসী এ ভূমিকা
বিজ্ঞানসম্মত সমাধান চাই – নেই কোনো বিভাজন


খেলা

বুকভরা ভালোবাসা উত্তেজনায় হাজার জোনাকি জ্বলছে
স্বপ্নের বাগান ইতিহাস মন্থন স্পর্শময় বর্ণালী
আন্তরিক সৌজন্য আনন্দঘন উল্লাস মন্থন দিনরাত
জীবন জড়িয়ে চিরকাল থাকে অকুন্ঠ বিশ্বাস অঙ্গীকার
শূন্যতার খোঁজে দিগন্ত ছোটে শস্য-হৃদয়-সংবাদ
অনির্বাণ শিখা উৎসর্গিত প্রশান্তি নিঃশব্দ সংস্কার
অশ্রু কখনও মোতির রূপে ঝর্নার রামধনু
হৃদয়ক্ষরিত ‘বনলতা সেন’ খুঁজে নিচ্ছে পথঘাট
রঙিন সম্মোহন ক্ষিপ্র গতিতে শব্দ-শ্রমিক হাঁটে
আকাশ এঁকে ঝরছে পাতা জঙ্গল ঝোপঝাড়
যাত্রাযাপন বন্ধু-স্বজন এ নিরন্তর পথচলা –
নদীর ধারে পাথর খুঁজতে নির্বাসন এ খেলা 


সংশোধন

অদৃশ্য অবলম্বন জেনে বেড়ে ওঠে লতাপাতা
প্রকৃতিবিদের উচ্চারণে ধরিত্রী মাতৃ-যাপন
ঝেড়ে ফেলে সমস্ত অসৎ চিন্তার পথ-মত
চলো যথাযথ সম্মেলনে রূপান্তরিত চত্বর
আর্য-অনার্য সমন্বয় স্ফূর্ত জাগরণ –
উদ্দীপ্ত জনজীবন সর্বোচ্চ আদালত প্রতিবাদ রাস্তায়
দীর্ঘ থেকে দীর্ঘতর শাস্তি-প্রক্রিয়া আইন সংশোধন
মোমবাতি জ্বেলে প্লাকার্ড মিছিল আন্দোলন
আউল বাউল সহজিয়া অসংখ্য উদাহরণ –
স্ফুলিঙ্গ দাবানল শক্তির ধারায় জাগ্রত যৌবন
অনুপ্রাণিত স্মারক-বেদি ভৌগোলিক পরিবর্তন
গণতান্ত্রিক চেতনায় স্বগৌরব আহ্বান আনন্দ তীর্থস্থান







      

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন