কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

১২ সাঁঝবাতি

একটা সাদাকালো মৃত্যু বিষয়ক কবিতা সাঁঝবাতি



জামার বোতাম ক্রমশ নিঃসঙ্গ হয়ে ওঠে।
মেয়েদের আকার ইকার স্বপ্নগুলো চৌকাঠ
পেরিয়ে ঢুকে পড়ে মরচে মাখানো যোনিদেশে।
আমার নিঃসঙ্গতা তো এক হেরে যাওয়া নারী।
সমর্পণের মতোই তার চূড়ান্ত সঙ্গমের লোভ 
সামলে উঠতে উঠতে অযৌন ধূপ নিভে যায়।
কাকে জ্বলে ওঠা বলে ভাবতে ভাবতে
যুবতী অপরাহ্ন পার করে নেয়।
মরে যাওয়া রাতগুলোয় আত্মহত্যাগুলো
বেছে নেয় নির্বাচিত মৃত্যুর কবিতা।


3 কমেন্টস্:

  1. যুবতী অপরাহ্ন পার করে নেয়।...খুব ভাল লাগলো.

    উত্তরমুছুন
  2. এটি একটি শীতের পিঠ খোদাই কলোনির মত ভয়ংকর কবিতা যা রোদের কোলে আড়মোড়া ভাঙতে চায় আবার পিছিয়ে আসে গত গ্রীষ্মের বাদামী চামড়ার কথা মনে পড়তেই।

    উত্তরমুছুন