কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

২৩ রঙ্গীত মিত্র

দুটি কবিতা রঙ্গীত মিত্র



বিনায়কদার লেখা

বিনায়কদার লেখা পড়ে অবাক হয়ে যাই।
কী করে এইরকম লেখো বিনায়কদা?
বার বার প্রশ্ন করি, দেবতুল্য মানুষটিকে।

তার মুখের পবিত্রতা আমাকে টানে
সূর্য যেভাবে পৃথিবীকে টানে।
তাই আমি অন্ধকারের ডাকে সাড়া দিই না;
খারাপলোকদের ইগনোর করি।
কিন্তু সবাই যে অভিনয় করে!
বার বার ওদের ভয়
                      চমকে গিয়েও ভাবি

কী করে তোমার মতো ভালোমানুষ এবং সৃষ্টিশীল মানুষ হতে পারবো, বিনায়কদা ...



এইসব দিন
সমস্ত বস্তি আগ্নেয়াস্ত্র নিয়ে উঠে এসেছে।

আমরা খুব চুপ করে ওদের মস্তানি দেখে আসছি।

আমাদের ভয় ভয় রাত পাড়ার মাথায় হাত বুলিয়ে শান্ত করে। এদিকে গালাগালি গোঙানির শব্দকোষ এবং অশ্লীল নারীদের ভিড় । আমাদের বয়স্ক এবং আপাত ভদ্রতার উপর মালিশ করে দেয়; যদিও এইভাবে আমাদের ভিতরে লুকোনো জন্তুটা জেগে ওঠে। অবশ্য পুলিশের থেকে অসৎ কেউ নেই; তারা সব দূরবর্তী মানুষ হয়ে অন্ধকার মানুষ করে... এইভাবে কী করে বঁটা সনতেরা হাতকাটা কানকাটা হয়ে যাওয়ার রাত্রিরে নৃশংস উপত্যকায় ভদ্রলোক অভদ্রলোকের রিভারসিব্যাল ইক্যুয়েশানে ধাঁধার মতো লাফ মারে।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন