কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১২৭

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১২৭

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

০৫ তন্ময় ভট্টাচার্য

দাবানল তন্ময় ভট্টাচার্য



রৌদ্রস্নাত অবয়ব... ঘোলাটে... কালচে...
স্নিগ্ধ, বা স্নিগ্ধা, অতএব সিক্ত।
হারিদ্রাভ বর্ণ, মলিন... তবু মিলন
ঘটাতে না পারা, এক যন্ত্রণা।
সরীসৃপ-এর মতো বুকে ভর দিয়ে,
উদগ্রীব সেই বেদনা ‘রেসিস্ত’ করতে গিয়ে
উলম্ব কোণে ঢাকা পড়ে সেই থেমে থাকা  
আগন্তুক সমস্যা... জ্বলে ওঠা দাবানল।

       

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন