কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৩২

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১৩২

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

১৫ কামাল রাহমান

একাকী সন্ধ্যা কামাল রাহমান



শরতের শেষ মেঘে
মাংসময় ঊরুর জৌলুস!
নেমে আসে উত্তুরে পাখিরা।

ডানায় লুকানো
শীতল ঝর্ণার কলস্বনে
নিভে যায় পুষ্মমুখর আকাশ।

সান্ধ্যরাগের আলাপ কণ্ঠে জড়িয়ে ঘুমোয়
পৃথিবীর দীর্ঘতম রাত,
কবচসিদ্ধ কুণ্ডল জ্বেলে জেগে থাকে
নিঃসঙ্গ প্রদীপ।

প্রকৃতির সুষমা ছাড়িয়ে
চাঁদের পলতে পুড়তে পুড়তে
অবশেষে
গলে যায় আকাশের
ঐ নষ্ট ও নিদ্রাহীন রাত।




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন