কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

সম্পাদকীয় - কালিমাটি অনলাইন / ০৫

সম্পাদকীয়


কিছুদিন আগেও বাংলা গদ্য সাহিত্যের একটি অন্যতম প্রধান ধারা ছিল ‘রম্যরচনা’। কেউ কেউ ‘রসরচনা’ নামেও অভিহিত করেন। সেই বিদ্যাসাগর থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র এবং তারপর ত্রৈলোক্যনাথ, কেদারনাথ, হুতোম প্যাঁচা কালীপ্রসন্ন সিংহ, বীরবল প্রমথ চৌধুরী, পরশুরাম রাজশেখর বসু, সর্বোপরি রবীন্দ্রনাথ ও আরও অনেকের লেখনিতে সমৃদ্ধ হয়ে শিবরাম চক্রবর্তী, পরিমল গোস্বামী, সৈয়দ মুজতবা আলী এবং আরও পরবর্তী কালে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, তারাপদ রায়... কত মহান ও বলিষ্ঠ সাহিত্যিকদের হাতেই যে এই ধারাটি পরিপুষ্ট হয়েছে, তা বাংলা সাহিত্যের ইতিহাসের পাতায় চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে। কিন্তু ইদানীং যে কোনো কারণেই হোক, এই ধারাটি প্রায় স্তিমিত হয়ে এসেছে। হয়তো বর্তমানের গদ্য সাহিত্যিকরা এই ধারাটি সম্পর্কে তেমন আগ্রহ বোধ করেন না বা গুরুত্ব দেন না। হয়তো বেশ কিছু অযোগ্য সাহিত্যিকের হাতে এই ধারায় সূক্ষ্ম রসের পরিবর্তে অনুপ্রবেশ করেছে নিতান্তই স্থূলরস, যা পাঠকদের কাছে অপাঠ্য বলে মনে হয়েছে, আর তাই ধারাটি ক্রমশ শুকিয়ে এসেছে। আবার এমনও হতে পারে, রম্যরচনা বা রসরচনা লেখার মতো দক্ষ কলম এই সময় অনেকের কাছেই নেই। কারণ যাই হোক না কেন, এই ধারাটি দুর্বল হয়ে পড়ায় আদতে ক্ষতি হয়েছে বাংলা গদ্য সাহিত্যের। বাংলা ভাষা সাহিত্যেরও। তবু হাস্যরসের যোগান কমে যাওয়া এই দুর্দিনেও কেউ কেউ আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছেন, যদি ধারাটিকে সজীব রাখা যায়। সম্প্রতি এই রকমই একজন বলিষ্ঠ লেখকের সন্ধান পেয়েছি আমরা, যিনি বেশ কিছুদিন ধরে রম্যরচনা বা রসরচনার ধারাটিকে বয়ে নিয়ে যাবার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। তাঁর নাম অমিতাভ প্রামাণিক। বলা বাহুল্য, সেই অমিতাভ প্রামাণিকের কলমেই আমরা এই সংখ্যা থেকে শুরু করলাম আর একটি নতুন বিভাগ ‘চারানা আটানা’। আমরা আশাবাদী, ‘কবিতার কালিমাটি’, ‘কালিমাটির ঝুরোগল্প’, ‘কালিমাটির কথনবিশ্ব’ ও ‘ছবিঘর’ বিভাগের পাশাপাশি ‘চারানা আটানা’ বিভাগটিও আপনাদের ভালো লাগবে। সেইসঙ্গে, যদি বাংলা গদ্য সাহিত্যের একদা খুবই জনপ্রিয় এবং মননশীল রম্যরচনা বা রসরচনার ধারাটিকে নতুন করে বা নতুন মাত্রায় পাঠক-পাঠিকাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমরা এই ভেবে খুশি হব যে, বাংলা সাহিত্যের প্রতি দায়বদ্ধতায় আমরা এখনও নিয়োজিত আছি।   

আপনাদের কাছে আবার আমাদের বিনীত অনুরোধ, আপনারা প্রকাশিত কবিতা-ঝুরোগল্প-কথনবিশ্ব-চারানা আটানা-ছবিঘর সম্পর্কে আপনাদের অভিমত অবশ্যই জানান ‘কমেন্ট বক্স’-এ। সেইসঙ্গে ‘কালিমাটি অনলাইন’কে আরও সমৃদ্ধ করুন আপনাদের স্বরচিত পরীক্ষা-নিরীক্ষামূলক মননশীল কবিতা, ঝুরোগল্প, গদ্য ও আলোকচিত্র পাঠিয়ে। 


আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা : kalimationline100@gmail.com

প্রয়োজনে দূরভাষে যোগাযোগ করতে পারেন : 0657-2757506 / 09835544675

অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ :

Kajal Sen, Flat 301,
Parvati Condominium, Phase 2,
50 Pramathanagar Main Road,
Pramathanagar, Jamshedpur 831002, Jharkhand, India.

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন