কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

১৪ বিশ্বজিৎ লায়েক

দুটি কবিতা বিশ্বজিৎ লায়েক



স্রোত

অফিস থেকে ফিরে
নিজের শরীর খুলে রাখি

তুমি চামড়ায় মাখাও হলুদ, নুন                          
                        সরষের তেল।
আগুন জ্বলে
ঝলসানো মাংসের নতিমাত্রা রোধ কমে
মনে মনে খিস্তি ঝাড়ি                   
                        মার শালা -- রক্তমাংস, লাথি। 

বিছানায় শুকোতে দিই                    
              ঝলসানো চামড়া                                   
                            সারারাত
বিছানা জুড়ে জল -- জল -- জল                                  
                            সারারাত
বৃষ্টির দাবানল।



সময়
স্রোতে স্রোতে ভাসিয়ে দিচ্ছ
                             মদ
ভাসিয়ে দিচ্ছ
               নুন
               আমরা নেড়িকুকুর
ভাবছি কাজ পাবো
ভাবছি স্বাস্থ্য পাবো
                            নধর শরীর
এই ক"দিনেই জ্যামিতির ঢঙে বদলে যাচ্ছে
                                             তোমার চলন
                                                              ঘূর্ণন

অনেক দূরে আটকে যক্ষের হাত

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন