রাত্রি এখানে ঘোর অমা নয় প্রণব বসুরায়
(সৌজন্য : মধুরা)
শব্দবিহীন শিশির ঝরছে, রাত্রির পায়ে পায়ে
মন্দ বাতাস আজ কিছু নেই, চাঁদের চাদর গায়ে
পাশে আছে যে সেই তো আমার, অবাক জোছনায়...
বসেছি যেখানে, রাজার আসন, রত্নে খচিত তাহা
সুবচনী আজ সেই কথা বলে, বলে নাই কভু যাহা
রাত্রি এখানে ঘোর অমা নয়, আলোকোচ্ছল বন্যা
এই কথা আজ কাহারে শোনাই, কোথা আছে সেই ধন্যা!
(সৌজন্য : মধুরা)
শব্দবিহীন শিশির ঝরছে, রাত্রির পায়ে পায়ে
মন্দ বাতাস আজ কিছু নেই, চাঁদের চাদর গায়ে
পাশে আছে যে সেই তো আমার, অবাক জোছনায়...
বসেছি যেখানে, রাজার আসন, রত্নে খচিত তাহা
সুবচনী আজ সেই কথা বলে, বলে নাই কভু যাহা
রাত্রি এখানে ঘোর অমা নয়, আলোকোচ্ছল বন্যা
এই কথা আজ কাহারে শোনাই, কোথা আছে সেই ধন্যা!
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন