কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

০৭ কাজল সেন

যুদ্ধ কাজল সেন



অনেক যুদ্ধ দেখা হলো
মাউসে হাত রাখলেই মনিটরের পর্দায়
একে একে নেমে আসে পৃথিবীর সব যুদ্ধবাজ
আর এভাবেই কখন যেন দেখা হয়ে গেল
প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর পলাশীরও মাঠ

নাকছাবি ছাড়া এখন আমার ভালো লাগে না কোনো তত্ত্বতালাশ
হাততালি দিলেই এখনও ছুটে আসে নদী নামের কেউ
আর যদি আজ স্বাস্থ্যকেন্দ্রে যাবার সময় হয়
তাহলে দেখে আসতেই পারি সদ্যজাত যত অপোগন্ড পাপ

তেমনি একদিন যেদিন খুব ঝুলোঝুলি হলো ক্যাটরিনার জন্য
ঊরুভঙ্গ হলো গোবেচারা দুর্যোধন তোপদারের
তখনও কিন্তু শোবার ঘরে ছিল হাল্কা নীল আলো
কফিমগে উড়নচন্ডী নীল অন্তর্বাস 

তাহলে কি আজ বউ আসবে তোমারও বাসায়
পালকি ছেড়ে হাঁটাপথে পদাতিক হয়ে
সোনা আমার সোনা
আদরের সোনা
আমি বলি কী নিজেকে ভাগাড়ে ফেলার আগে
আরও একবার অন্তত টেনেটুনে যুদ্ধ করে যাও 

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন