কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

২৯ দেবরাজ রায়চৌধুরী

স্বীকারোক্তি দেবরাজ রায়চৌধুরী



‘তোমাকে কমলালেবুর কোয়ার মতোই সতেজ দেখাচ্ছে’—
এই প্রণয় বাক্যে উদ্ভাসিত হয়ে
উঠতে দেখলাম তোমাকে,
যদিও কবিতা না লেখা সময় থেকে
কবিতা লেখা সময় পর্যন্ত,
ইতিহাস না লেখা সময় থেকে
ইতিহাস লেখা সময় পর্যন্ত,
নারীকে এক প্রকার খাদ্য হিসেবেই
দেখে এসেছে পুরুষ।
আর তার পাকস্থলীর নিচ থেকে
উঠে এসে, জিভ থেকে, ঠোঁট বেয়ে
ফোঁটা ফোঁটা ঝরেছে লালা।
গ্রামের স্কুলে না পড়া কৃষক থেকে
নোবেল প্রাইজ প্রাপ্ত ঝকঝকে বিজ্ঞানী,
গোঁড়া মৌলবাদী ইমাম থেকে
আগুনখেকো বিপ্লবী,
নারীকে এক প্রকার খাদ্য হিসেবেই দেখে এসেছে।
দেখে এসেছে আমার মতো ‘ভন্দ’ আঁতেল
আর ‘অদের’ মতো কবি।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন