কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / তৃতীয় সংখ্যা / ১৩০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / তৃতীয় সংখ্যা / ১৩০

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

২৭ ঋষি সৌরক

ক্লাসঘর ঋষি সৌরক

 

(৪১)

অতিকায়ছাদেছাদএকালারকন্ট্রাস্টঘাত
মুহূর্তসিজনালপাপমুষড়েছেপাপড়িশিবির 
দাগেরসাবালকিটিপ্লেটোনিকছোঁহাওয়াভিনমুখিতা
যেভাবেআহতঘুমচোখথেকেমিথশুষেনেয়


(৪২)

ব্যস্তবিকেলশেষে ক্লাসঘরঘরে ফেরতপ্রবণ 
বেচারা কলমগুলি পোর্টেবল্‌ মুখ খুইয়েছে
কালিদের একাধিকত্ব লোনতার বৈধতাহীন 
আস্তিন চাপা আছে পদবীর সহপাঠি নীরা

(৪৩)

সারি সারি বাতাসে সযত্ন হেয়ারকাট
অপার্থিব ছুঁয়ে যায় কসমিক রে
ক্লাসঘর স্যাঁতস্যাঁতে আলেয়ার চর
জোলো তরঙ্গে ফেরে ফ্র্যাক্‌শান অতীত

(৪৪)

খুঁটের আবেশ থেকে ভূপতিত শিশু গ্র্যাভিটি
আল্গাতর বন্ধন আদর্শ স্বাদের ভাগ বিতরণ
বিবিধ চয়েস ঘেঁটে অন্ধকার বেছে নিলাম
চলন পুরনো হলে প্রতিধ্বনি হাতড়ায় পেরিফেরি 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন