কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

৩১ সুকুমার চৌধুরী

মহিমা সুকুমার চৌধুরী



টান মেরে নাবিয়েছি যথেচ্ছ কাদায়।
পদ্ম তুমি।
পদ্মের মহিমা দিতে পারিনি তোমায়।
টান মেরে নাবিয়েছি যথেচ্ছ কাদায়।

কবি তো ঈশ্বর নয়।
রক্তমাংস, লোভী, সুকুমার।
তারা তো সর্বস্য চায়।
কাদাবিছানায় পদ্মকে প্রতিষ্ঠা করে
সে কোন্‌ মুক্তির কথা বলে?
শরীর শরীর তোর মন নাই কবি।

টান মেরে নাবিয়েছি যথেচ্ছ কাদায়





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন