কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

<<< চারানা-আটানা >>>

কালিমাটি পত্রিকার কমিক সিরিয়াল


ইংরাজীতে যাকে চেঞ্জ বলে, বাংলায় তাকে বলে খুচরো বা রেজগি। এই খুচরো বা রেজগি আমাদের এক সময়ের নিত্যকালের সাথী ছিল। এক প্যাকেট বিড়ি কিনতে গেলে দেখা যেত, দাম পঁয়তিরিশ পয়সা, অর্থাৎ একটা আটানার কয়েন দিলে পনের পয়সা ফেরত পাওয়া যেত। ‘মাল নিজ দায়িত্বে রাখিবেন’ ইত্যাদির পাশাপাশি বাসের ভিতরে লেখা থাকত, ‘সঠিক ভাড়া দিবেন’। অর্থাৎ খুচরো নিয়ে কণ্ডাকটরের সঙ্গে হাতাহাতি করবেন না। ভিখারিকে দেওয়ার জন্যে খুচরো পয়সা আলাদা করে রাখা থাকত একটা বাটিতে, বাড়িতে দেখেছি ছোটবেলায়। এখন বাজারে আগুন, সব জিনিসের দাম বেশি বেশি, তাই খুচরো পয়সা দিয়ে আজ আর কিছু পাওয়া যায় না। চারানা আটানা-র গোল গোল চাকতিগুলো আজ অলমোস্ট ইতিহাস।

পরিবর্তনশীল সময়ের সঙ্গে অনেক কিছুই হারাচ্ছি আমরা, বিশেষ করে আমাদের রসবোধ। রবি-ভানু-জহর-সন্তোষ-উৎপল চলে গেছেন, বাংলা সিনেমাতে হাস্যরস পান আর? দাদাঠাকুর, সুকুমার, নারায়ণ গঙ্গো বা সঞ্জীব চাটুজ্জের তুল্য লেখকই বা কই? নতুন যুগের নতুন ধরণ থেকেই খুঁজে নিতে হয় হাসির খোরাক। সেই সবেরই খুচরো-খাচরা দলিল নিয়ে কালিমাটিতে এই সংখ্যা থেকে অমিতাভ প্রামাণিকের নিয়মিত প্রতিবেদন।

 

1 কমেন্টস্:

  1. এই তলিয়ে যাওয়া বিভাগটি কে নিয়ে আসার জন্য সম্পাদককে ধন্যবাদ জানাই।

    উত্তরমুছুন