এসেছিলাম
এসেছিলাম, কিন্তু তোমাকে পাইনি
বলেছিলে এই কদমগাছটার নিচে দাঁড়াবে বিকেলের সুন্দর মুহূর্তে
তখন অস্ত যাবে সারাদিন দাপিয়ে বেড়ানো সূর্যদেবের অগ্নিভ
মহিমা
তার রক্তিম আভা আলতো করে ছুঁয়ে থাকবে তোমার গন্ডদেশ
উড়তে থাকবে তোমার চূর্ণ চুল, চোখের তারায় দুলবে অভ্যর্থনার
পালক
ঠিক সময়েই তো আমি পৌঁছেছিলাম
অপেক্ষা করছিলাম যতক্ষণ না সম্পূর্ণ হয় সূর্যাস্ত
দিগন্তের নিচে গিয়েও আশার টুকরোগুলো ছিটকোচ্ছিল ক্রমাগত
তার রক্তবিন্দুগুলি টুপিয়ে পড়ছিল আমার ছেঁড়াখোঁড়া হৃৎপিণ্ড
থেকে
তুমি কি এসেছিলে?
হয়তো, কিন্তু ততক্ষণে ফুরিয়ে গেছে আমার অপেক্ষার
মুহূর্তগুলো
এরকমই হয় মাঝেমধ্যে
বহুদূর থেকে ছুটতে ছুটতে এসেও কয়েক সেকেন্ডের জন্য
মিস হয়ে যায় দূরপাল্লার ট্রেন
সামান্য একটু দেরি হওয়ায় চোখের সামনে দিয়ে চলে যায় বাড়ি ফেরবার
শেষ বাস।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন