কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

রবিবার, ২৫ অক্টোবর, ২০১৫

প্রতীক কাঞ্জিলাল

যে ঝড়ের নাম অনিশ্চয়তা

সন্ধ্যে যেসব অতীতে শায়িত
হেমন্ত হাওয়া, উড়ো খেলা,
ফুলের মধ্যে অভিমান ওঠে
সব থেকে ভয় অবহেলা!
যুগ যুগ পথ হেঁটেছে মানুষ
চওড়া রাস্তা, ঝরা পাতায়,
জলের রেখা যেদিকে টানলো
সেদিকে নদীর প্রবাহ
নেই।
মনের মধ্যে কিছু মরুভূমি
যেখানে বৃষ্টি নামল না,
যে ঝড়ের নাম অনিশ্চয়তা
সে ঝড় কখনও থামল না।


ভায়োলিন

কিছু কান্না রেখে যাব হৃদয়ের অলিন্দে
হয়তো সুর বলে ভুল করবে
এমন সুর যা কেউ স্পর্শ করেনি
যে মোচড়ে ব্রহ্মাণ্ড থেকে তারিফ ঝরে পড়ে,
তাকিয়ে দেখ... রুপোলি আলো
আমার চূর্ণবিচূর্ণ স্বপ্নপাত
গভীর ধ্যানের শেষে বড় বাস্তব হয়ে থাকে
যেসব প্রশ্নের কখনও কোনো উত্তর পাইনি


ফেসবুক ফ্রেন্ড

ছায়ার মতো অস্পৃশ্য তোমার ছবি
মনে হয় যেন বহুকাল ধরে চিনি,
কখন সাথে আর কখন তফাতে থাকো
নির্ভুলভাবে আমিও তো বুঝিনি

আমিও আবেগ অবাক চোখে মাপি
তবুও মাঝে মেজাজ দাঁড়ায় রুখে,
যখন তুমি তোমার মনে ভাব
অনুভূতি সব বিলোচ্ছে ফেসবুকে।


সহজ

গ্রীলে জড়ানো লতাগুল্ম
বৃষ্টির ঝাপটায় কেঁপে কেঁপে ওঠে
লতাগুল্মের কোনো নিজস্ব আকার নেই
গ্রীল যেখানে যেমন তেমনভাবেই আঁকড়ে ধরে থাকে,
আমি শতাব্দী প্রাচীন আলিঙ্গনের খোঁজে কিছুটা এগিয়ে যা
দেখি কাব্যিক নয়, রোমান্টিক নয়, অতিপ্রাকৃতিক নয় কিছু...
শুধু যে মানুষগুলো জীবনে অনেক কিছু পায়নি
তাদের মতো, বৃষ্টিপাতের প্রতিটি কণা মেখে
লতাগুল্ম মুহুর্মুহু বিশিষ্ট হয়ে ওঠে




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন