কবিতা
(১)
যখন মন জুড়ে শূন্যতা
একলা ঘরে তাকিয়ে আকাশের দিকে
খুঁজছ একক নীরবতা
ভালো লাগছে না দেঁতো হাসি
কিম্বা সাপলুডো খেলা
সুন্দরী রমণীর মায়া ফিকে-
সাত রঙ সাদা....
তখন আসব আমি
প্রেম নিয়ে,
প্রেমের কবিতা হয়ে
একলা ঘরে তাকিয়ে আকাশের দিকে
খুঁজছ একক নীরবতা
ভালো লাগছে না দেঁতো হাসি
কিম্বা সাপলুডো খেলা
সুন্দরী রমণীর মায়া ফিকে-
সাত রঙ সাদা....
তখন আসব আমি
প্রেম নিয়ে,
প্রেমের কবিতা হয়ে
(২)
সারাটা রাস্তা একাই হেটেঁছি
ভেবেছি আর একটু এগোলেই তুমি
অথচ
বেশি কিছু চাইনি,
ভালোবাসাও...
ভেবেছি আর একটু এগোলেই তুমি
অথচ
বেশি কিছু চাইনি,
ভালোবাসাও...
একাই সিঁড়ি ভাঙছি
(৩)
আমি অনন্ত আকাশ খুঁজেছি
তুমি দেওয়াল গেঁথেছ
উড়তে দিয়েছ যত
তারও বেশি শৃঙ্খলে বেঁধেছ
ঘরের মধ্যে ঘর
চোখ সয়ে যায়
দেওয়াল জুড়ে আসমানী রঙ
তুমি দেওয়াল গেঁথেছ
উড়তে দিয়েছ যত
তারও বেশি শৃঙ্খলে বেঁধেছ
ঘরের মধ্যে ঘর
চোখ সয়ে যায়
দেওয়াল জুড়ে আসমানী রঙ
পায়ে নূপুর
আমার আকাশ বন্দী এখন
রাতে দিনে
হোয়াটস্ আপে ...একলা মনে
আমার আকাশ বন্দী এখন
রাতে দিনে
হোয়াটস্ আপে ...একলা মনে
মহাকাল
তিনি ত্রিনয়নে দেখছেন বিশ্ব
সৃষ্টি স্থিতি লয়
ত্রিনয়নে দেখছেন বসুন্ধরা
কর্ম করুণা অগ্নি পারাবার
ক্রুদ্ধ নয়নে তাকালে ছারখার
শুধুই বালুকারাশি
মৃত্যুর শূন্যতা
কাকে দেখছেন তিনি?
বালুকারাশি
আমরা
নাকি ব্রক্ষ্মান্ড?
রুদ্র মূর্তি জাগছে।
পরম শূন্যতার গন্তব্যে পৌঁছতে অভিমানে সিক্ত হয়ে উঠতে দেখলাম । একলা জীবন মাপতে মাপতে মৃত্যুর শূন্যতাও এলো । এখন ব্রহ্মাণ্ড জুড়ে আত্মবিস্তারের অভিভব ।
উত্তরমুছুন