কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শুক্রবার, ১৪ মে, ২০২১

নীলাব্জ চক্রবর্তী

 

কবিতার কালিমাটি ১০৬


অথবা এই লেখাটা উলটো করে পড়ুন

 

যে ধাতু এক আশ্চর্য বিজ্ঞাপন হয়ে

দৃশ্য

টাঙিয়ে

খুব পড়ে আছে ছন্দ

তার

দ্বিধাবিভক্ত শব্দবিজ্ঞান উপচে

রাফে অনুরাফে আমি জড়িয়ে পড়েছি

একটা ছোটগল্পে

যেভাবে রিভার্স ক্রনোলজি

অর্থাৎ

স্মৃতি উলটে

নেমে আসা পরপর গাঢ় অভ্যাসগুলো

কাকে দেখে

এখানে আঙুল রাখতে

দিন

ক্রমে

টিউবে ভরে ফেলছে এই শহরতলী...

 

টুপির ভেতর একজন

 

একজন লাল টেলিফোন

রাস্তা

পার হবে হবে

একজন দেওয়াল লিখন

চোখে

যতদূর ভারী হয়ে একটা দিন

আসছেন

তাকে ফোকাস বলে ডাকতে

জলের মতো পরপর মুখোশভাবনা

একটা নিরক্ষীয় অবস্থান

কাগজকলের পাশে

শান্ত

খুলে রাখা বিরল স্নায়ুদেশ

দেখছে

কম্যুনিকেশন নামে পাথরের একটা ফাঁকা বাক্স...

 

গম একটি ধাতু

 

গম হয় একটি ধাতু

তার উত্তরে তব্য প্রত্যয় রাখি

যেমন স্মৃ আরেকটি ধাতুর উত্তরে ক্তিন প্রত্যয়

অথচ

অর্থাৎ শব্দটিকে

ভে

ঙে

চু

রে

দেখেছি

ওখানে ক্যামেরা নেই

তবু

বৃন্ত বরাবর

গন্তব্য একটি স্মৃতি হয়ে

স্তুতি ও শীতলতার কথায়

বরফপাঠ ও তার প্রস্তুতির কথা ভেসে থাকছে...

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন