কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ১৪ মে, ২০২১

শাহনাজ নাসরীন

 

কালিমাটির ঝুরোগল্প ৯৬


জুটি

তারা হাত ধরাধরি করে ঘুরছিল। কখনও জাহাজের ডেকে কখনও সমুদ্র সৈকতে। অনেকের ভেতরেই চাপা ইর্ষা তৈরি হয়েছিল। অনেকে ইর্ষা চাপা দিয়ে বলেছিল কী সুন্দর কাপল, মেড ফর ইচ আদার! ইর্ষা চাপা দিতেই হয় যদি পাত্রপাত্রী ক্ষমতাবান হন। আর কে না জানে সকল প্রশংসা ক্ষমতাবানেরই প্রাপ্য।

কেউ কেউ আবার কে বেশি সুন্দর সেই আলোচনায় মেতে ওঠে। ভোটাভুটি করতে উৎসাহ দেয় অনেকে। যেহেতু জাহাজের বাসিন্দাদের অনেকেই কথাশিল্পী তাই চমৎকার সব বিশেষণের পালক জমেছিল বেশ।

অনেকদিন থেকেই আমলা মহলে তারা উত্তম-সুচিত্রা জুটি খেতাব পেয়েছে। একজন কবি এসব নামকরণকে ক্ষ্যাত আখ্যা দিয়েছে যদিও, তবু হংসমিথুন, কপোত-কপোতি বা এমনি আরও কাব্যিক খেতাবের অভাব ঘটেনি। পাশাপাশি উত্তম-সুচিত্রাও কম চলেনি। একটু বয়স্ক যারা সেই সময়ের নস্টালজিয়ায় ভোগেন তারা তো এই নামেই ডেকে গেছেন অবিরাম।

দেখা গেলো তিনিও উত্তম ডাকটি শুনলে বেশ গলে গলে পড়েন। স্ত্রীকে ছেড়ে সানগ্লাস চোখে অন্য নারীদের পাশে গিয়ে বসেন। কেউ ঠাট্টা করলে বেশ সপ্রতিভভাবে বলেন, উত্তমের কি শুধু সুচিত্রাই ছিল, সুপ্রিয়া, সাবিত্রী এরাও তো ছিল।

তবে লক্ষণীয় যা, সুচিত্রার পাশে সৌমিত্র বা অন্যান্য নায়কদের অস্তিত্ব তিনি সহ্য করেন না।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন