কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ১৪ মে, ২০২১

<<<< সম্পাদকীয় >>>>

 

কালিমাটি অনলাইন / ৯০


একটা অদ্ভুত পৃথিবীতে আমরা এখন বসবাস করছি। বাস করতে বাধ্য হচ্ছি। এর আগেও এই একই পৃথিবীতে আমরা বসবাস করতাম। তখনও খুব একটা ভালো ছিলাম না কেউ। অনেক অনেক সমস্যা, অত্যাচার, অবিচার, নিপীড়ন এবং সেইসঙ্গে মানুষের প্রতি মানুষের অবিশ্বাস, অনাস্থা, বিশ্বাসঘাতকতা, স্বার্থপরতা, হিংসা সব কিছুই ছিল। অশান্তির আগুন জ্বালিয়ে রাখা হতো সর্বদা। জীবনের নিরাপত্তা তখনও ছিল না। কিন্তু সেই পৃথিবী বদলে গিয়ে এমন একটা অনিশ্চয়তার মুখোমুখি আমাদের দাঁড় করিয়ে দিয়েছে, আমরা চরম অসহায় বোধ করছি। বুঝে উঠতে পারছি না, কীভাবে এই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করব, কীভাবে এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি পাব। বিশেষত এমন এক শত্রুর বিরুদ্ধে লড়াই, যা অদৃশ্য আমাদের কাছে। আমাদের চারপাশেই তারা ছড়িয়ে আছে। কিন্তু আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না বলে অনেক  ক্ষেত্রেই সংক্রমণের শিকার হচ্ছি। ভাবতে আশ্চর্য লাগে, একই সঙ্গে গোটা পৃথিবীর মানুষ অসুস্থ হয়ে পড়েছে এই সাংঘাতিক ভাইরাসের আওতায় এসে। প্রতিদিন খবর আসছে কত কত মানুষের মৃত্যু হয়েছে, কত কত মানুষ সংক্রমিত হয়েছে, কত কত মানুষ কর্মহীন হয়ে পড়েছে।

সম্প্রতি একটি নিউজ পোর্টালে আমার একটি লেখা ‘গণতন্ত্র ও আমরা’ প্রকাশিত হয়েছে। সেই লেখাতেও আমি আমাদের দেশে যারা এই দুঃসময়েও নিজেদের কায়েমী স্বার্থ বজায় রাখার জন্য সাধারণ মানুষেকে ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে, তাদের চিহ্নিত করার চেষ্টা করেছি। এখানে লেখাটির অংশবিশেষ উদ্ধৃত করছি – “সারা পৃথিবী জুড়ে এখনও চলেছে করোনা ভাইরাসের মারাত্মক সংক্রমণ। অসংখ্য মানুষের প্রতিদিন মৃত্যু ঘটে চলেছে সেই সংক্রমণে। অসহায় মানুষ নিজেদের বাঁচানোর যাবতীয় সাবধানতা অবলম্বন করেও বেঁচে থাকতে পারছে না। একে একে তাদের অনেককেই সামিল হতে হচ্ছে সেই মৃত্যুমিছিলে। কেউ কেউ বলে থাকে, সাধারণ মানুষেরা ততটা সচেতন ও সাবধানী নয়, তাই একদিকে যেমন মাস্ক সবসময় ব্যবহার করছে না, অন্যদিকে তেমনি সামাজিক দূরত্ব বজায় রাখছে না। অস্বীকার করার উপায় নেই, কথাটার মধ্যে আংশিক সত্যতা আছে। কিন্তু সেইসঙ্গে এটাও উল্লেখ করা দরকার, সম্প্রতি গণতন্ত্র রক্ষার নামে বিভিন্ন রাজ্যে যে ভোট উতসবের আয়োজন করা হয়েছিল, তা কি পরোক্ষভাবে সাধারণ মানুষের সেই সচেতনতা ও সাবধানতা থেকে বিচ্যুত করার জন্য যথেষ্ট নয়? প্রতিটি রাজনৈতিক দলের প্রচারে, মিছিলে, জনসভায় যেভাবে সাধারণ মানুষকে সামিল করে তাদের সাংঘাতিক বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে, তার জন্য দায়ী কারা? অবশ্যই দায়ী সব রাজনৈতিক দলগুলো, যারা ক্ষমতা দখলের মত্ততায় মানুষকে মারাত্মক সর্বনাশের মুখে ঠেলে দিতে পারে। মাদ্রাজ হাইকোর্টের চিফ জাস্টিস আঙুল তুলেছেন নির্বাচন কমিশনের দিকে। কেন তারা এই ভোটকে কেন্দ্র করে মানুষকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দিল! নির্বাচন কমিশন অবশ্য তাদের দায় ঝেড়ে ফেলেছে রাজনৈতিক দলগুলোকে অভিযুক্ত করে। কিন্তু কথাটা হচ্ছে, নিজেদের দায় ঝেড়ে ফেলে মানুষের মৃত্যুকে কখনও রোধ করা যায় না। আর মানুষই যদি জীবিত ও সুরক্ষিত না থাকে, তবে কিসের নির্বাচন আর কিসের গণতন্ত্র?”

ব্যক্তিগতভাবে বলতে গেলে, অনেক অনেক প্রিয়জনের মুখ মনে পড়ে যাচ্ছে, যাদের মুখ আর কোনোদিন দেখতে পারব না। তাঁরা আর কোনোদিন কথা বলবেন না, লিখবেন না, নতুন কিছু সৃষ্টি করবেন না। যেমন ‘কালিমাটি’ মুদ্রিত পত্রিকা এবং ‘কালিমাটি অনলাইন’ ব্লগজিনের জন্য কখনই আর লেখা পাঠাবেন না আমার অত্যন্ত প্রিয় সাহিত্যিক অশোক তাঁতী। শুধু তাই নয়, অশোক চলে যাওয়ায় বাংলা সাহিত্যের কতটা ক্ষতি হলো, যাঁরা তাঁর লেখা পড়েছেন, তাঁরা উপলব্ধি করতে পারবেন। করোনা ভাইরাসের সংক্রমণে আমাদের ছেড়ে অকালে চলে গেছেন সেই দেশে, যে দেশ থেকে আর ফিরে আসা যায় না। অশোকের স্মৃতির উদ্দেশ্যে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। 

 

আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা :

kajalsen1952@gmail.com / kalimationline100@gmail.com

 

দূরভাষ যোগাযোগ : 9835544675

 

অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ :

Kajal Sen, Flat 301, Phase 2, Parvati Condominium, 50 Pramathanagar Main Road, Pramathanagar, Jamshedpur 831002, Jharkhand, India.

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন