কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

শুক্রবার, ১৪ মে, ২০২১

তৌহীদা ইয়াকুব

 

কবিতার কালিমাটি ১০৬


ক্লেশ

 

যত আনন্দ সব অপর জনের

স্বপ্নের মত সুন্দর সব অন্য দেশ।

 

ক্রুশ বলতে ভরপুর অহং, সমর্পণে ও সেজদায়

ভারতবর্ষের বয়ে নেয়া ক্রুশে

নারী মরে যায় অকাতরে

হারানো সম্ভ্রমে, অনবধান আত্মীয়তায়।

 

একটু আলো

 

ঘন অন্ধকার হয়ে এলো চারপাশ

এই যে সব ডানা খুলে নেয়া হলো

তার পক্ষে সুর লিখে রাজ্যপাট উল্টে

দেয়া মতবাদ এলো।

যতটা ভুল প্রেম, ততটাই শীতল ঘাতকের হাসি।

যাবতীয় ক্ষত নিয়ে কাছাকাছি মাটির

গোত্রহীন ফুলগন্ধ বিভোর রাখে

সময় ও স্মৃতি সমান পৃথিবীর।

এবার কোথাও বিন্দু বিন্দু জোনাকেরা জড় হয়

আলো ও আগুন উড়াল এনে দেবে বলে।

 

মর্মার্থ হারিয়ে গেছে

 

ভালবেসে রোদ মাখি অবেলার মুখে

রাত হাসে বিগত চাঁদের গল্পে

আলোর পরিরা খেলে যায়

অজর উল্লোসিত আনন্দ দিনমান জুড়ে -

 

এইটুকু পংক্তির পর পঙ্গু হলো ইতিহাসবিদ

তারপর থেকে সমস্ত গ্রন্থের উপর

ঢেলে পরে গত জন্মের ধুলো।

 

জন্মান্ধ মিথ-বিশ্লেষক ফাঁকা হাওয়ায়

মুঠো ভরে মিন মিন করে বলেন -

মর্মার্থ হারিয়ে গেছে

বি

ত্র

তার, নম্রতার মুহূর্তের মত মুগ্ধতার।

 

এবার আমরা -

আক্রোশে মেরে ফেলি জোনাক ও জুঁইফুল।

ঘৃণা করে বদলে রাখি মানুষের নাম।

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন